Table of Contents
Bahok News Bureau: বেসরকারিকরণ (Privatization) এখন যেকোনো রাষ্ট্রের হালফিল ট্রেন্ড। অর্থনীতির বেহাল অবস্থা সামলাতে হিমশিম খাচ্ছে রাষ্ট্রীয় সরকারগুলো। তাই পরিস্থিতি সামলাতে সরকার লাভজনক অলাভজনক যেকোনো কোম্পানিকেই বিক্রি করে দিতে মরিয়া। এবার সেই পথে হাঁটলো কেনিয়াও(Kenya)
কেনিয়ায় বেসরকারিকরণ
এবার বেসরকারিকরণ এর “কোপে” পড়লো ৩৫ টি আফ্রিকান (Africa) কোম্পানি। বৃহস্পতিবার কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো জানান যে তারা ৩৫ টি সরকারি সংস্থা বিক্রি করে দিতে ইচ্ছুক। পরবর্তীকালে আরো একশো টি সংস্থা বিক্রি করার তালিকা প্রস্তুত করে ফেলেছেন তারা ইতি মধ্যেই। রুটো আফ্রিকার একটি স্টক মার্কেট অফিসিয়ালে জানিয়েছেন যে তারা ইতি মধ্যেই বেসরকারি সংস্থার কাছে তাদের নিজস্ব ৩৫ টি সংস্থা বিক্রি করার জন্য আবেদন জানিয়েছেন। এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সময় তিনি আরো বেশি করে বেসরকারি উদ্যোগ ও বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন।
কেন এই বেসরকারিকরণ?
তৃতীয় বিশ্বের দেশ গুলি বরাবরই আর্থিক ভাবে কমজোর।তাই তাদের জোট নিরপেক্ষতার চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল। বলা বাহুল্য, এই বিষয়ে অগ্রণী পথিকৃৎ ভারতের প্রথম প্রধান মন্ত্রী জহরলাল নেহেরু।
এরপর নানান আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবর্তন আসে বিশ্ব রাজনীতি তেও। কেবল সরকারি উদ্যোগে ই এই সমস্ত এশিয়া , আফ্রিকার দেশ গুলি যখন বিশ্বায়নের মার্কেটে টিকে থাকতে অপারগ, তখনই ফের মনমোহন সিং এর হাত ধরে ভারতে আসে উদারীকরণ ।আর ৩য় বিশ্বের বাকি দেশ গুলি যে বিশ্ব রাজনীতি প্রসঙ্গে ভারতের পদাঙ্ক অনুসারী সে তো বলার অপেক্ষা রাখে না।
শেষ ২০০৮ সালে কেনিয়া (Kenya) safaricim নামে একটি টেলি যোগাযোগ কোম্পানির ২৫% IPO মারফত বিক্রি করে দেয়।
গত বছর তারা পাইপলাইন, ইলেক্ট্রিসিটি, ব্যাংক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ২৬ টি কোম্পানি কে বিক্রির তালিকায় যুক্ত করলেও এখনো সেটা নিয়ে কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি।
ব্যাপক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত কেনিয়াকে (Kenya) চলতি মাসে ৯৩৮ মিলিয়ন ডলার ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি কেনিয়ার ইলেক্ট্রিসিটি সাপ্লায়ার ও বিমান পরিবহন সংস্থা যেগুলি রেকর্ড ক্ষতির মুখোমুখি তাদের সংস্কারের জন্য ও নির্দেশ দিয়েছে ।এছাড়াও ওয়ার্ল্ড ব্যাংক আগামী ৩ বছরের জন্য ১২ বিএন ডলার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
বর্তমান বিশ্বায়নের বাজারে টিকে থাকতে এই ছোটো ছোটো রাষ্ট্রগুলির যখন নাজেহাল দশা তখন ঋণের দায় মেটাতে আগামী দিনে যে এই বেসরকারি করণের ট্রেন্ড বজায় থাকবে একথা চোখ বুজে বলা যায়।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।