Bahok News Bureau: কর্ণাটকে নির্বাচনের প্রচারকার্য শেষ হওয়ার পরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra) পাড়ি দিলেন তেলেঙ্গানায়। সেখানে তিনি এখন থেকেই শুরু করলেন প্রচারকার্য। কংগ্রেসের ‘যুবা সংঘর্ষ’-এর র্যালিতে হাজির হলেন প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথম র্যালিতে তাঁর উপস্থিতিতে কংগ্রেস সমর্থকরা বেশ উৎসাহিত অনুভব করলেন। এই র্যালিতেই তাঁকে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করা হয়।
■ প্রিয়াঙ্কা গান্ধী কী বললেন?
তুলনা প্রসঙ্গে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তিনি বললেন, “যখন ওঁরা আমাকে নতুন ‘ইন্দিরা আম্মা’ (Indira Amma) বলেন, তখন আমি সেই ডাকটি গাম্ভীর্যতার সঙ্গে গ্রহণ করি। এই নাম আমাকে আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। ইন্দিরা গান্ধী এখনও সবার হৃদয়ে বেঁচে রয়েছেন”। প্রিয়াঙ্কা একইসঙ্গে ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi) ‘নিবেদিত ও সৎ’ আখ্যায়িত করলেন।
প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, “যদি আজও ইন্দিরা গান্ধীকে মনে করা হয়, তাহলে এর অর্থ হল মানুষ চান যে, কেউ এমন থাকুক যে তাঁদের সাহায্য করবেন”। তেলেঙ্গানা র্যালিতে তাঁকে ‘ইন্দিরা আম্মা’ (Indira Amma) সম্বোধন করার ব্যাপারে তিনি স্পষ্ট জানান যে, তাঁকে ‘ইন্দিরা আম্মা’ বলায় তাঁর দায়িত্ববোধ জেগে উঠে”।
তিনি আরও বলেন, “আপনারা আমাকে ‘ইন্দিরা আম্মা’ বলে ডাকেন। এটা মোটেই তুচ্ছ ব্যাপার নয়। যখন আপনারা এমন কথা বলেন, তখন আমি দায়িত্ববোধ অনুভব করি। কারণ, ৪০ বছর পরেও আপনারা শ্রদ্ধার সঙ্গে সেই মহিলাকে মনে করেন, যিনি নিবেদিত ছিলেন এবং সৎ ছিলেন। তিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন”।
■ কেসিআর নেতৃত্বাধীন সরকারকে বিদ্ধ করলেন প্রিয়াঙ্কা:
তেলেঙ্গানার জনসভায় উপস্থিত থেকে প্রিয়াঙ্কা গান্ধী কেসিআর (KCR) নেতৃত্বাধীন সরকারকে আক্রমণের তীরে বিদ্ধ করলেন। তাঁর অভিযোগ কেসিআর নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। প্রিয়াঙ্কার দাবি তাঁর মা ও তৎকালীন কংগ্রেস প্রমুখ সোনিয়া গান্ধী (Sonia Gandhi) দলীয় ক্ষতির পরোয়া না করে তেলেঙ্গানা রাজ্য গড়ে তুলেছিলেন। সবশেষে তিনি আসন্ন নির্বাচনকে (Telangana Legislative Assembly Election 2023) উপলক্ষ্য করে রাজ্যবাসীর কাছে তেলেঙ্গানার মসনদে পুনরায় কংগ্রেস সরকারকে আসীন করার অনুরোধ করলেন।
দেখুন ভিডিও
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।