Bahok News Bureau: শুরু হয়ে গেছে ভালোবাসা প্রদর্শন করার বিশেষ সপ্তাহ। এই সপ্তাহটি শুরু হয়েছে ৭ই ফেব্রুয়ারি তারিখে। এই সপ্তাহের প্রত্যেকটি দিনই ভিন্ন ভিন্নরূপে ভালোবাসা প্রদর্শন করার জন্য। আজ সেই সপ্তাহের দ্বিতীয় দিন তথা ‘প্রপোজ ডে’ (Propose Day)। এই দিনেরও রয়েছে এক বিশেষ ইতিহাস। চলুন সেই ইতিহাসই এবার জেনে নেওয়া যাক।
প্রপোজ ডের তাৎপর্য (Significance of Propose Day):
বর্তমানে প্রপোজ ডে -তে মূলত প্রেম প্রস্তাব দেওয়ার মাধ্যমে অপর জনের প্রতি অনুভূতি প্রদর্শন করা হয়। এই দিন একটা মানুষ তাঁর পছন্দের মানুষের কাছে নিজের মনের কথা জানায়। তবে, এই দিন শুধুমাত্র প্রণয় বন্ধনে আবদ্ধ থাকা অবিবাহিত প্রেমযুগলদের জন্য নয়। এই দিন বিবাহিত যুগলদের জন্যেও একইরকম কার্যকরী। ভালোবাসা প্রদর্শন করার জন্য বিবাহিত বা অবিবাহিত তকমা থাকাটা হয়তো কোনো ব্যাপারই না।
আরও পড়ুন: ChatGPT Rival Bard: শুরু AI যুদ্ধ! চ্যাটজিপিটির বিরুদ্ধে ময়দানে নামছে গুগলের ‘বার্ড’
বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও ভালোবাসার বন্ধনে আবদ্ধ দুইটি মানুষ একে অপরের প্রতি কতটা দায়বদ্ধ, একে অপরের কতটা যত্ন নেয়, একে অপরের প্রতি কতটা সম্মান প্রদর্শন করে, একের অপরের ইচ্ছা ও স্বপ্নের কতটা সম্মান করে, দুঃসময়ে পাশে দাঁড়ায় কিনা, সেটাই আসল। আর তাই, প্রিয় মানুষকে নিজের অনুভূতিটা জানানোর জন্য অবিবাহত হওয়াটা বাধ্যতামূলক নয়। প্রিয় মানুষের প্রতি অনুভূতি প্রদর্শন করার দিনই হল ‘প্রপোজ ডে’।
প্রপোজ ডে কীভাবে পালন করা হয়? (How Propose Day is Celebrated?/ What do we do on Propose Day?)
দিনটি স্মৃতিপটে ধরে রাখার জন্য কেউ বাড়ির বাইরে বিশেষ আয়োজন করেন। তো কেউ আবার বাড়িতেই থেকেই একদমই সাধারণ ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে দিনটিকে পালন করেন।
আরও পড়ুন: Bone Marrow: হাসপাতালে বাড়ল বোন ম্যারো ইউনিটের ক্যাপাসিটি, করা হল দ্বিগুণ
প্রপোজ ডের ইতিহাস (History Of Propose Day):
বহুদিন ধরে ভ্যালেন্টাইন সপ্তাহে প্রপোজ ডে পালন হয়ে আসছে। যা কমপক্ষে এক শতকের কম হবে না। এই বিশেষ দিন পালনের প্রচলন ঠিক কে করেছিল তা এখনও জানা যায়নি। তবে, দাবি করা হয় যে, অস্ট্রিয়ার আর্চডিউক ম্যাক্সিমিলিয়ান ১৪৭৭ সালে একটি হীরের আংটি দিয়ে বারগুন্ডির চার্লস দ্য বোল্ডের উত্তরাধিকারি মেরিকে প্রপোজ করেছিলেন। এরপরে ১৮১৬ সালে প্রিন্সেস শার্লেট ও তাঁর হবু স্বামীর বিবাহ বাগদানের ঘটনাও চর্চার বিষয় হয়ে ওঠে। এরপর থেকেই ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিনে তথা ৮ই ফেব্রুয়ারি তারিখে প্রপোজ ডে পালন করা হয়।