বাহক নিউজ় ব্যুরো: শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সহিংসতার বিরুদ্ধে কনসার্ট’এর আয়োজন করা হয়। বাংলাদেশে সম্প্রীতির আহ্বান জানানো হয়। সাম্প্রতিক হিংসা এবং তাণ্ডবের বিরুদ্ধে সুরের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের নামকরা ব্যান্ডগুলি হাজির ছিল । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন এবং প্রাক্তনীরা এই অনুষ্ঠানে সামিল ছিল প্রতিবাদের সুরে সুর মেলাতে। শিরোনামহীন , মেঘদল, সহজিয়া, শহরতলী, কৃষ্ণপক্ষ , ইত্যাদি নামকরা ব্যান্ড সংগীত পরিবেশন করে। কবিতা আবৃত্তি এবং মূকাভিনয়ের মাধ্যমে এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয়।
এই আয়োজনের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র তুহিন কান্তি দাস বলেন ‘দেশজুড়ে হিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতির মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলা হলো এই ধরনের আয়োজন এর মূল উদ্দেশ্য ।আমরা চাই এদেশের মানুষ হিন্দু মুসলিম পরিচয়ের চেয়ে বাংলাদেশী পরিচয়ে পরিচিত হোক।’
প্রসঙ্গত গত ১৩ অক্টোবর কুমিল্লায় একটি দুর্গা মন্ডপে অন্য ধর্মের ধর্মগ্রন্থ রাখা ঘিরেই হিংসা ছড়ায় চট্টগ্রাম নোয়াখালী রংপুরসহ একাধিক জায়গায়। অভিযোগ দুর্গাপূজার মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলা চালানো হয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর দোকানে। ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্ক নষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে হাসিনা সরকার ।একই সঙ্গে এই হিংসার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।