bahok puja magazine
বাহক শারদীয়া সংখ্যা ১৪২৯

বেশ কিছুটা দ্বিধা ছিল, ছিল অনেকটা অনিশ্চয়তা। তবে ইচ্ছে ছিল ষোলো আনা। সেই ইচ্ছে আর তার চেয়েও বেশী লেখক/লেখিকা/শিল্পীদের সহযোগিতায় অবশেষে অষ্টমীর রাতে প্রকাশ হলো বাহক শারদীয়া সংখ্যা ১৪২৯। উপরে দেওয়া প্রচ্ছদের ছবিতে ক্লিক করলেই আপনার ডিভাইসে ডাউনলড হয়ে যাবে এই পিডিএফ। পিডিএফের কোনও মূল্য নেই। তাও যদি আপনাদের ইচ্ছে হয়, অনুদান করতে পারেন। জিপে, ফোন পে বা পেটিএম করতে পারেন 7003634026  এই নাম্বারে।

ভালো থাকুন, খুব সুন্দর থাকুন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বাহক দল