Queen Elizabeth II passes away : প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ ,গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। ৯৬ বছর বয়সে তিনি মারা যান। ভারতীয় সময় অনুযায়ী ৮ই সেপ্টেম্বর তারিখে বিকেল বেলায় তিনি বালমোরালে (Balmoral) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘দ্য রয়্যাল ফ্যামিলি’ (The Royal Family) নামক একটি টুইটার প্রোফাইল থেকে টুইট (Tweet) করে খবরটি সুনিশ্চিত করা হয়েছে।