Bahok News Bureau: প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। ৯৬ বছর বয়সে তিনি মারা যান। ভারতীয় সময় অনুযায়ী ৮ই সেপ্টেম্বর তারিখে বিকেল বেলায় তিনি বালমোরালে (Balmoral) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘দ্য রয়্যাল ফ্যামিলি’ (The Royal Family) নামক একটি টুইটার প্রোফাইল থেকে টুইট (Tweet) করে খবরটি সুনিশ্চিত করা হয়েছে।
The Queen died peacefully at Balmoral this afternoon.
The King and The Queen Consort will remain at Balmoral this evening and will return to London tomorrow. pic.twitter.com/VfxpXro22W
— The Royal Family (@RoyalFamily) September 8, 2022