পনৌতি', 'পকেটমার' বলে বিপাকে রাহুল গান্ধী!

Bahok News Bureau: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের কোপে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপর রাহুল গান্ধীকে (Rahul Gandhi) একটি নোটিশ পাঠায় নির্বাচন কমিশন (EC)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে রাহুল গান্ধী যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক সম্পুর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।

চলতি বছরের ২৫শে নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে। কয়েকদিন আগে রাজস্থানে (Rajasthan) সেই নির্বাচনী প্রচারে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নেন রাহুল গান্ধী। নির্বাচনের প্রচারে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পনৌতি এবং জেবকাতরা বলে সম্বোধন করেন। এরপরই তাঁকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাহুলের নামে থানায় এফআইআর দায়ের সহ নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছে বিজেপি। তার পরিপ্রেক্ষিতেই এবার রাহুল গান্ধীকে নোটিশ দিল নির্বাচন কমিশন। রাহুল গান্ধী নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ। আগামী ২৫শে নভেম্বরের মধ্যে রাহুলকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পানৌতি’ বলে ডাকার বিরুদ্ধে নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে নোটিশ পাঠালে বিজেপি ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়। এদিকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule) রাহুল গান্ধীকে “যোদ্ধা” বলেছেন। গত ২৩শে নভেম্বর তিনি বলেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা নোটিশের যথোপযুক্ত জবাব দেবেন রাহুল। তিনি আরো বলেন বহুবার দেখা গেছে বিজেপিও রাহুল গান্ধীকে (Rahul Gandhi)  নিয়ে বহু কথা বলেছে। নির্বাচনী প্রচারে প্রতিটি দলই একই অপরের দিকে অভিযোগের আঙুল তোলে। এটাই নির্বাচনের রীতি। তাই বলে সেই নিয়ে বিজেপি কেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করল তা তাঁর বোধগম্য হচ্ছে না। তিনি বলেন, “রাহুল গান্ধী এই ধরনের মন্তব্য করায় যদি তাঁকে কারণ দেখানোর নির্দেশ দেয় কমিশন, তবে প্রচারে গিয়ে বিজেপি কি ধরনের মন্তব্য করে তারও এবার হিসেব নেওয়া হোক।”

আরও পড়ুন:ভারতীয় দলের কোচ পদ থেকে সরছেন Rahul Dravid! নতুন কোচ কে? জানুন

আরও পড়ুন:Indian Student Shot Dead: ‘পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা ছিল!’, ফের আমেরিকায় খুন ভারতীয় phd ছাত্র, গাড়ির অন্দরে মিলল গুলিবিদ্ধ দেহ

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)