Table of Contents
Bahok News Bureau: শীতকালীন অধিবেশন চলার মাঝেই এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো সংসদ। যার কারণে সরাসরি নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)।
মুদ্রাস্ফীতি ও বেকারত্ব (Unemployment) ভারতের ক্রমশঃ বেড়ে চলা একটি ‘ জ্বলন্ত ‘ সমস্যা। এবার সেই সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কয়েকজন জনতার এই ” দুঃসাহসিক” পদক্ষেপ।
কি ঘটেছিল?
গত ১৩ই ডিসেম্বর সংসদে অধিবেশন চলাকালীন দুজন ব্যাক্তি স্মোক ক্যান (smoke can) নিয়ে যাবতীয় নিরাপত্তা ভেদ করে দর্শকাসন এর মধ্যে দিয়ে ঢুকে পড়েন। পরে জানা যায়, ওই দুই ব্যক্তি অর্থাৎ নিলাম সিং ও অমল শিন্ডের পরিবার সহ মোট ছয়জন এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত। তাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানায় যে তারা বেকারত্বের(Unemployment)শিকার এবং তাই ক্রমশঃ মূল্যবৃদ্ধির (price hike) বাজারে নাজেহাল হয়েই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
রাহুল গান্ধীর প্রতিক্রিয়া:
স্বভাবতই এই ঘটনা দেখে চুপ করে বসে থাকেননি বিরোধী পক্ষ ও রাহুল গান্ধী(Rahul Gandhi)। তিনি সরাসরি এই ঘটনার জন্য আক্রমণ করেন ভারতের প্রধানমন্ত্রী ও তার কেন্দ্রীয় দলকে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে ( যার পূর্বনাম টুইটার) লেখেন ” কোথায় চাকরি? তরুণরা বেকারত্বের কারণে দুঃসাহসিক হয়ে উঠেছেন। আমাদের এই বিষয়টিকে নিয়ে গুরুত্ব সহকারে দেখা দরকার। নিশ্চিতভাবেই সংসদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক ছিল, তাই ঘটনা ঘটেছে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো এর প্রেক্ষাপট – যেটা এই মুহূর্তে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় : সেটা হলো বেকারত্ব (Unemployment)।
বিজেপির প্রতিক্রিয়া:
অন্যদিকে জবাব দিতে ছাড়েননি বিজেপি আই.টি সেল ও। তাদের এক্স হ্যান্ডেলে লিখছেন – ” রাহুল গান্ধী কখনোই নিরাশ হন না, ভারতের বর্তমান বেকারত্ব ৩.২% যা বিগত ছয় বছরে সবথেকে কম।” পাশাপাশি টুইটারে বিজেপির আই টি সেলের (IT Cell) দায়িত্বে থাকা অমিত মালব্য এই হামলার ঘটনার পিছনে রাহুল গান্ধী(Rahul Gandhi) ও ইন্ডিয়া জোটের ইন্ধনের ইঙ্গিত ও দিয়েছেন। তার আলোচনায় নাম উঠে এসেছে অমিত শরোদের যিনি কিনা ভারত জোড়ো আন্দোলনের একজন মুখ্য কর্তা ছিলেন, তিনি নাকি ওই অনুপ্রবেশকারীদের এই বিষয়ে সহযোগিতা করেছেন। মালব্য দ্রুত ইন্ডিয়া জোট কে এই ঘটনার ব্যাখ্যা দিতে বলেছেন।
অভিযুক্তদের কি অবস্থা?
প্রথমে দিল্লি পুলিশ পাঁচ জনকে ধরতে পারলেও,পরবর্তীকালে ষষ্ঠ জন অর্থাৎ মহেশ যে কিনা ওই হামলার সময় সংসদের ভেতর উপস্থিত ছিল না তাকেও ধরতে পারেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেও বয়ান পাল্টায়নি তারা। শুধুমাত্র বেকারত্ব আর মুদ্রাস্ফীতির কবলে পড়েই এই কাজ করেছে তারা এমনটাই জানাচ্ছে তারা।
এই ঘটনা স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে বিরোধী মহলে। তারা মোদী সরকারকে সরাসরি আক্রমণ করতে ছাড়ছে না। বর্ষীয়ান কংগ্রেসী দিগ্বিজয় সিংহ ও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এবং বেকারত্বের মত জ্বলন্ত সমস্যাকে মেটাতে না পারলে যে এরকম ” আগ্নেয় হামলা” আরো হবে ভবিষ্যতে তাই নিয়েও আগাম সতর্ক করেছে বর্তমান সরকারকে।
Mukhtar Ansari: ২৬ বছরের পুরনো মামলায় মুখতার আনসারি পেল ৫ বছরের সাজা! ঠিক কী ঘটেছিল?
AAP leader in Rajya Sabha – Raghav Chadha: রাজ্যসভায় নিযুক্ত হলেন AAP নেতা রাঘব চাড্ডা। জানুন বিস্তারিত
Bahok News Bureau : আম আদমি পার্টি (এএপি) পাঞ্জাবের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে শনিবার সঞ্জয় সিংয়ের অনুপস্থিতিতে দলের নেতা নিযুক্ত করা হয়েছিল, দলীয় সূত্র জানিয়েছে। সঞ্জয় সিং, যিনি পূর্বে রাজ্যসভায় দলের নেতা ছিলেন, বর্তমানে দিল্লি আবগারি নীতি মামলায় কারাগারে রয়েছেন। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং দলের যোগাযোগের ইনচার্জ বিজয় নায়ারের পরে এই বছরের ৪ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মামলায় কারাবন্দী হওয়া তৃতীয় AAP নেতা হয়ে উঠেছেন। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে একটি চিঠিতে, AAP পার্টির নেতৃত্ব বলেছে যে, সঞ্জয় সিংয়ের অনুপস্থিতিতে যার “স্বাস্থ্য সমস্যা” রয়েছে, রাঘব চাড্ডা (Raghav Chadha) এখন থেকে উচ্চকক্ষে দলের নেতা হবেন, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
রাজনীতিতে রাঘব চাড্ডা (Raghav Chadha) :
রাঘব চাড্ডা (Raghav Chadha) আম আদমি পার্টি (AAP) এর প্রতিষ্ঠালগ্ন থেকে একটি অংশ। জনাব কেজরিওয়াল তাকে ২০১২ সালে দিল্লি লোকপাল বিলের খসড়া তৈরিতে উৎসাহিত করেছিলেন, যা ছিল তার প্রথম রাজনৈতিক কাজ। ২১ মার্চ ২০২২-এ ঘোষণা করা হয়েছিল যে চাড্ডা এবং অন্য চারজনকে AAP দ্বারা মনোনীত করা হয়েছে। পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্যদের জন্য ২০২২ থেকে ছয় বছরের মেয়াদ। কোনো বিরোধী প্রার্থী তাদের নির্বাচনের বিরোধিতা করেনি। এটি তাকে ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ সাংসদ করে তোলে। এছাড়াও তিনি রাজ্যসভায় অর্থ সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হন। কমিটি তিনটি কেন্দ্রীয় মন্ত্রণালয় এবং NITI Aayog দ্বারা প্রণীত আইন ও নীতির তত্ত্বাবধান করে। এপ্রিল ২০২২ সালে, চাড্ডা বলেছিলেন যে BJP বসতি স্থাপন করেছে বাংলাদেশিদের এবং রোহিঙ্গারা দিল্লিতে এবং তাদের ব্যবহার করে দাঙ্গা। পাঞ্জাবে দলের সাফল্যের কৃতিত্ব, ১৮ সেপ্টেম্বর ২০২২-এ, চাধাকে ২০২২ গুজরাট বিধানসভা নির্বাচনের সহ-ইনচার্জ নিযুক্ত করা হয়েছিল । তিনি রাজ্যসভায় আম আদমি পার্টির (AAP) নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজ্যে AAP-এর জয়ের পর, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান চাধাকে একটি উপদেষ্টা প্যানেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।