
Table of Contents
Bahok News Bureau: রাজস্থানে হাই-ভোল্টেজ নির্বাচনী প্রচারের ( Rajasthan Assembly Election) পরে, লোকেরা শনিবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে প্রস্তুত। গত কয়েক মাস ধরে রাজস্থানে চলেছে চরম প্রচার। শাসক-বিরোধী সব পক্ষ থেকে। অবশেষে আজ ভাগ্য পরীক্ষা। সব প্রস্তুতি শেষ হয়েছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ২০০টি আসনের মধ্যে ১৯৯ টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।
রাজস্থানে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবে কোনও দল?
হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত কংগ্রেস এবং বিজেপি। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছে বিএসপি, আপ। কংগ্রেস সরকারের বিরুদ্ধে এ বার বিজেপি তাদের প্রচারে জোর দিয়েছিল গত কয়েক বছরে ক্রমবর্ধমান হিংসা এবং অপরাধের ঘটনার উপর।সরকারের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন সরকারি কাজে দুর্নীতির ঢালাও প্রচার হয়েছে। অন্য দিকে, গত বারের সরকারের সাফল্যকে খতিয়ান করে প্রচার করেছে কংগ্রেস। আবার ক্ষমতায় এলে ২৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা, উজ্জ্বলা প্রকল্পে সুবিধাপ্রাপ্তদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকার মধ্যে রাখা, মহিলাদের জন্য বিনামূল্যে স্মার্টফোন দেওয়া-সহ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। ১৯৯৩ থেকে রাজস্থানে একটানা দ্বিতীয়বার কোনও দল সরকারের থাকেনি। তবে কংগ্রেসের আশা আবারও ক্ষমতায় ফিরবেন অশোক গেহলটই। তাঁকে জাদুকর বলেই মনে করে কংগ্রেস।
মোট প্রার্থী সংখ্যা কত?
ভোটদান করবে ৫ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ১৪৬ জন ভোটার। মোট প্রার্থী সংখ্যা ১৮৭৫। এর মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৮৩ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫১,৫০৭।
কেন ভোট হচ্ছে না ১টি আসনে?
ভোট হচ্ছে না রাজস্থানের শ্রীরঙ্গনগরের করণপুর আসনে। ওই কেন্দ্রে বিধায়ক পদে থাকা গুরমীত সিং কোনারের মৃত্যু হয় সম্প্রতি। তারপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কোন এলাকাগুলি বিশেষ নজরে থাকবে?
নির্বাচনী এলাকাগুলির মধ্যে, নজর থাকবে সর্দারপুরা, টঙ্ক, ঝালারাপাটন, নাথদ্বারা, ঝুনঝুনু, ঘোটওয়ারা এবং চুরুতে।
কী বলছে জনমত সমীক্ষা?
২০০ আসনের রাজস্থান বিধানসভায় (Rajasthan Assembly Election) সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১০১। কয়েকটি জনমত সমীক্ষা বলছে, পাঁচ বছর অন্তত সরকার বদলের প্রথা মেনেই এ বার কংগ্রেসকে হারিয়ে জয়পুরের কুর্সি দখল করতে পারে বিজেপি। এবিপি-সি ভোটার জনমত সমীক্ষার পূর্বাভাস বিজেপি ১১৪ থেকে ১২৪টি আসনে জিতে সরকার গড়তে পারে। কংগ্রেস পেতে পারে ৬৭ থেকে ৭৭টি আসন। নির্দল এবং অন্য দলগুলির ঝুলিতে যেতে পারে ৫ থেকে ১৩টি আসন।
আরও পড়ুন:China Pneumonia Virus: চিনে ফের ছড়াচ্ছে মারণ রোগ! কড়া নজর রাখছে ভারত! জানুন বিস্তারিত
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।