Rare Vagina Stone Discovered 2023
Rare Vagina Stone Discovered 2023: যোনিতে পাথর! বিরল রোগের শিকার মহিলা, কীভাবে এই রোগ হয়? চিকিৎসা কি সম্ভব? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: বিরল রোগে আক্রান্ত লেবাননের মহিলা। যোনিপথে মিলল পাথর। সেরিব্রাল পলসিতে আক্রান্ত এক ২৭ বছর বয়সী শয্যাশায়ী মহিলার দেহে মিলল যোনি পাথর (Vagina Stone)। লেবাননের ডাক্তাররা এই খবরের সত্যতা সুনিশ্চিত করেছেন। সায়েন্স ডাইরেক্ট-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাথরটির আকার প্রায় কমলালেবুর মতো বড়ো ছিল। পাথরটি মহিলার শ্রোণীতে (Pelvis) উপস্থিত ছিল বলে জানা যায় (Rare Vagina Stone Discovered 2023)।

পেলভিসে (Pelvis) পাথর হওয়ার কারণ কী?/ কীভাবে পেলভিসে পাথর হয়? 

পুরো ঘটনাটি ইউরোলজি কেস রিপোর্টে (Urology Case Reports) প্রকাশিত হয়। রিপোর্টটিতে উল্লেখ্য করা হয় যে, যোনিপথের পাথর প্রায়শই “সাধারণ রেডিওগ্রাফিতে মূত্রাশয় পাথর (bladder stones) হিসাবে ধরা পড়ে”। যোনি পাথর সাধারণত দুই কারণে তৈরি হয়ে থাকে–
১) যখন আক্রান্ত রোগীর যোনিতে প্রস্রাব জমাট বাঁধে।
২) যখন চিকিত্সা না পাওয়া ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জেরে প্রস্রাব শক্ত হয়ে যায়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জার্নালে আরও বলা হয় যে, “সেরিব্রাল পালসি (Cerebral Palsy) আক্রান্ত রোগীদের অনেক সময়েই প্রস্রাবে অসংযমের সমস্যা দেখা দেয়। এই সমস্যার জেরে যোনিতে ক্রমাগতভাবে প্রস্রাব আসতে থাকে। এই ঘটনাই পরবর্তীকালে পাথর তৈরি হতে সাহায্য করে”।

এক্ষেত্রে মহিলার আগে মূত্র নিয়ন্ত্রণে সমস্যা দেখা গিয়েছিল (Rare Vagina Stone Discovered 2023)। মহিলাকে এমারজেন্সি রুমে নিয়ে যাওয়ার তিন দিন আগে বাকি উপসর্গগুলি দেখতে পাওয়া যায়। তিনি স্বাভাবিকের থেকে কম খাচ্ছিলেন, মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলেন। সারাক্ষণ ক্লান্তিও অনুভব করছিলেন। এছাড়াও তাঁর মধ্যে জ্বর, ঠান্ডা লাগা, বমি হওয়া ও পেটে ব্যথার মতো উপসর্গও দেখতে পাওয়া যায়। যদিও শেষ পর্যন্ত ডাক্তারদের প্রচেষ্টায় তিনি সেরে ওঠেন।

কীভাবে হল এই কঠিন চিকিৎসা?

লেবাননের চিকিত্সকরা ২৭ বছর বয়সী মহিলার প্রথমে প্রয়োজনীয় পরীক্ষাগুলি করেন। সিটি স্ক্যান (CT Scan) করলে তাঁর পেলভিক অঞ্চলে (Pelvic Region) একটি বড় ও গোলাকার পাথর(Vagina Stone) ধরা পড়ে (Rare Vagina Stone Discovered 2023)। প্রথমে একটি ডিভাইস ব্যবহার করে মহিলাটির পেটে আলট্রাসনিক শকওয়েভ (Ultrasonic Shockwaves) প্রয়োগ করা হয়। বেইরুটের লেবানিজ ইউনিভার্সিটির (Lebanese University in Beirut) চিকিৎসকরা লেজার ট্রিটমেন্টের (Laser Treatment) মাধ্যমে পাথরটি (Vagina Stone) ভেঙে দেন। তারপর চিকিত্সকরা আরো তিন ঘন্টা ধরে টুকরোগুলি ফোরসেপ ব্যবহার করে মহিলার শরীর থেকে বের করেন। পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় এবং শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা চালিয়ে রাখা হয়।

বিশেষজ্ঞরা সেরিব্রাল পালসিতে (Cerebral Palsy) আক্রান্ত ব্যক্তিদের জন্য নিয়মিত গাইনোকোলজিক পরীক্ষা (Gynecologic Check) করার পরামর্শ দেন। পাথরের সন্দেহ হলে এক্স-রে (X-Ray) করারও পরামর্শ দেন। কারণ এইধরনের ব্যক্তিদের প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলস্বরূপ, যোনিপথে পাথর হওয়ার ঝুঁকিও থেকে যায়।

আরও পড়ুন: Google Accounts Deletion: গুগল ডিলিট করতে চলেছে একগুচ্ছ অ্যাকাউন্ট, কেন? তালিকায় আপনার অ্যাকাউন্ট নেই তো? জেনে নিন 

 

 

আরও পড়ুন: Digital Fraud: ৭০ লক্ষ মোবাইল নম্বর সাসপেন্ড করল কেন্দ্রীয় সরকার, কেন? কাদের নম্বর রয়েছে এই তালিকায়? জানুন বিস্তারে

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)