Bahok News Bureau:  অবশেষে ক্ষমা চাইলেন আব্দুল রজ্জাক । বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই-কে নিয়ে তাঁর করার জঘন্য মন্তব্য বেশ ভাইরাল হচ্ছে।

কি ঘটেছিল?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তানের পারফরম্যান্স অত্যন্ত খারাপ ছিল। সেই বিষয়ে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাক একটি আলোচনা সভায় পাকিস্তানের সংবাদমাধ্যমের সামনে বাবর আজমদ এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে নির্লজ্জের মতন ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই-কে নিয়ে একটি জঘন্য মন্তব্য করে বসেন। সেই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার উমর গুল এবং শাহিদ আফ্রিদি, তবে তাঁরা সেই কথাটি বলার সময় রজ্জাককে একবারও থামানোর চেষ্টা করেননি বরং ভারতীয় অভিনেত্রীকে নিয়ে করা ওই নিকৃষ্ট মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁরা নোংরা ভাবে হেসে উঠেন এবং তারপর হাততালি দিতে থাকেন।

কি বলেছিলেন পাক ক্রিকেটার?

আব্দুর রাজ্জাক, বাবর এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে বলেন, “অধিনায়ক হিসেবে ইউনিস খানের ভালো উদ্দেশ্য ছিল এবং সেই বিষয়টা আমাকে আরও ভালো পারফর্ম করার জন্য আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখানে সবাই সঠিক উদ্দেশ্য এবং পাকিস্তান দলের কথা বলছে। সত্যি কথা বলতে, পাকিস্তানে খেলোয়াড়দের বিকাশ ঘটানোর ভালো উদ্দেশ্য আমাদের নেই। আপনি যদি মনে করেন যে, ঐশ্বর্য রাইকে বিয়ে করে আপনার একটি ভালো এবং ধার্মিক বাচ্চা হবে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ভুল, তা কখনই হবে না।”

অবশেষে চাইলেন ক্ষমা

বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। যদিও ভারতীয় অভিনেত্রীর এই জাতীয় মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটারের বিরুদ্ধে। শেষমেষ ঐশ্বর্য রাইকে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাক। পাক ক্রিকেটার বলেন, অনিচ্ছাকৃতভাবে ঐশ্বর্যর নাম চলে আসায় তিনি ক্ষমাপ্রার্থী। তিনি কোনো ভাবে ভারতীয় অভিনেত্রীর নাম নিয়ে তাঁকে অপমান করতে চাননি। প্রসঙ্গত পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাকের সঙ্গে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন উমর গুল এবং শাহিদ আফ্রিদি। আবদুল রজ্জাকের ওই মন্তব্য শুনে হেসে লুটিয়ে পড়া শাহিদ আফ্রিদি দাবি করেছেন, তিনি বুঝতে পারেননি যে, রাজ্জাক ঠিক কী বলছেন। তিনি যদি বুঝতে পারতেন যে রাজ্জাক কী বলেছেন, তাহলে তখনই প্রতিবাদ করতেন এবং সেই মন্তব্যের নিন্দা করতেন।

এই মন্তব্যের জন্যই তুমুল সমালোচনার মুখে পড়েন রজ্জাক। নেটিজেনদের পাশাপাশি রাজ্জাকের সেই মন্তব্যের জন্য শোয়েব আখতার, ওয়াকার ইউনিস, মহম্মদ ইউসুফের মতো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও আজ্জাকের নিন্দা করেন। এর পাশাপাশি আফ্রিদি ও উমর গুলেরও নিন্দা করেন শোয়েব।

আরও পড়ুন : ইডির নজরে রাজ্যের একাধিক পুরসভা! কি বললেন টিটাগড়ের প্রাক্তন পুরপ্রধান? জানুন বিস্তারে

আরও পড়ুন : Doda Bus Accident : মৃত্যুমিছিল! জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৩৮, কীভাবে ঘটল? জানুন বিশদে

আরও পড়ুন :সুব্রত রায় ‘সাহারা শ্রী’ হলেন কীভাবে? জানুন মুখরোচক খাবার বিক্রেতা থেকে সাহারা গ্রুপের কর্ণধার হওয়ার সফর

 

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)