RBI Monitary Policy, Repo Rate Hike & its Impact: বাড়ল রেপো রেট! আম জনতার জীবনে এর প্রভাব, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: বাড়ল রেপো রেট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস  চলতি সপ্তাহে বুধবারে রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করে। বর্তমানে ভারতের রেপো রেট ৬.৫%। আরবিআই (RBI) শেষবার ২০২২ সালের ডিসেম্বর মাসে রেপো রেট বাড়িয়ে ছিল। সেইবারে ০.৩৫% হারে রেপো রেট বাড়ানো হয়েছিল। এরপরে চলতি বছরে বুধবারে তথা ৮ই ফেব্রুয়ারি তারিখে রেপো রেট বৃদ্ধি ০.২৫% হারে করা হয়। ফলত, বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত রেপো রেট ৬.৫% দাঁড়াল। দাবি করা হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেপো রেট বৃদ্ধির প্রভাব:(What is the impact of repo rate increase?)

রেপো রেট (Repo Rate) বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষের পকেটে পড়ল চাপ। অনুমান করা হয়েছে, রেপো রেট বৃদ্ধির ফলে ঋণের হার বাড়বে। ফলত, বাড়ি ও গাড়ি কিনতে গেলে বেশ ভালোই ধাক্কা সহ্য করতে হবে মধ্যবিত্তদের। অপরদিকে, ব্যাঙ্কে স্থানীয় আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট হিসাবে যাদের টাকা জমা আছে, তাঁদের ক্ষেত্রে বিপরীত প্রভাব ফেলতে পারে এই বৃদ্ধিপ্রাপ্ত রেপো রেট।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন: Propose Day 2023 Date, History & Significance: প্রপোজ ডে কবে? ইতিহাস ও তাৎপর্য

      • রেপো রেট বৃদ্ধির অসুবিধা/ বাড়ি-গাড়ির ঋণে রেপো রেটের প্রভাব: (How does repo rate impact Home Loan- Car loan rates?)

রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে গাড়ি ও বাড়ি কিনতে ইচ্ছুক কমবয়সী মানুষদের চাপ বাড়তে পারে। কারণ, রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে, ব্যাঙ্কগুলো ঋণের সুদের হার বাড়াতে পারে। আর এর ফলেই বাড়তে পারে মাসিক কিস্তির হার। এই অবস্থায় যারা ঋণ দিয়ে বাড়ি বা গাড়ি কিনেছেন, তাঁরা কাঁধে ঋণের চাপ বাড়বে বলে মনে করা হয়েছে।

      • রেপো রেট বৃদ্ধির সুবিধা/ ফিক্সড ডিপোজিটে রেপো রেটের প্রভাব (repo rate increase effects on fixed deposit)

রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে বয়স্ক অবসরপ্রাপ্ত ব্যক্তিরা অপেক্ষাকৃত সুবিধা পাবেন বলে দাবি করা হয়েছে। কারণ, মনে করা হয়েছে ব্যাঙ্কগুলো আমানতের সুদের হার বাড়াতে পারে। ফলে, রেপো রেট বৃদ্ধি আমানতকারীদের ব্যাঙ্কে জমা রাখা টাকার তথা ফিক্সড ডিপোজিটের জন্য বেশ লাভজনক বলে মনে করা হয়েছে। যদিও এটা নির্ভর করছে কোনো নির্দিষ্ট ব্যাঙ্ক স্থায়ী আমানতের সুদের হার বাড়াচ্ছে কিনা সেটার উপরে।

আরও পড়ুন: ChatGPT Rival Bard: শুরু AI যুদ্ধ! চ্যাটজিপিটির বিরুদ্ধে ময়দানে নামছে গুগলের ‘বার্ড’

RBI Monitary Policy, Repo Rate Hike & its Impact: বাড়ল রেপো রেট! আম জনতার জীবনে এর প্রভাব, গ্রাফিক্স: বাহক

রেপো রেট মানে কী (What is RBI Repo Rate)? 

আরবিআই যে সুদের হারে কোনো ব্যাঙ্ককে ঋণ দেয়, তা রেপো রেট নামে পরিচিত।

ভারতে বর্তমান রেপো রেট কত (How Much is the current Repo Rate)?

বর্তমানে ভারতের রেপো রেট ৬.৫%।