বাহক নিউজ় ব্যুরো: এর আগেও বহুবার প্রাথমিক শিক্ষকদের বদলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। বহু জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে অবৈধভাবেভাবে টাকা লেনদেনের। অনেকেই অভিযোগ করেছেন যে, শাসকদলের কিছু মানুষই এই দুর্নীতি চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। যদিও রাজ্য সরকারের বদলিতে স্বচ্ছতা আনার জন্য উৎসশ্রী পোর্টাল বানানো হয়েছে। কিন্তু, দুর্নীতি আদৌ কমেনি, এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা শীর্ষ নেতা এবং এই অভিযোগেই অবশেষে পদত্যাগ করলেন।
তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলার ওই শীর্ষ নেতার নাম হল অর্ঘ্য চক্রবর্তী। তিনি পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই প্রসঙ্গে ওই শিক্ষকের তরফে রাজ্য সভাপতির কাছে চিঠিও গেছে। তিনি দাবি করলেন যে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুললেই দল বিরোধী তকমা দেওয়া হচ্ছে, আবার সেই দুর্নীতিতে সাহায্য করলেই পদোন্নতি হয়, এমনসবই দাবি করলেন অর্ঘ্য চক্রবর্তী।
তাঁর চিঠির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষক মহলের অন্দরে। জানা গেছে, তিনি চিঠিতে লিখেছেন, “পশ্চিমমেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ভুলে ও শিক্ষক শিক্ষিকাদের দোষ না থাকা সত্ত্বেও লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দেওয়া বা উৎসশ্রী প্রকল্পে চরম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করলে দল বিরোধী কাজ করা হয় ও দুর্নীতি করলে প্রমোশন পাওয়া যায় এই ধারনা আমার ছিল না। আমি আগেও বলেছি, আবারও বলছি আমাকে অব্যহতি দিন।’ তাঁর দাবি, উৎসশ্রী শুরু হতে না হতেই দুর্নীতি শুরু হয়ে গিয়েছে। কার্যত সেকারনেই তিনি সংগঠনের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন”।