Bahok News Bureau: কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। যদি নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ থাকে, তবে যেকোনো প্রতিবন্ধকতাই অতিক্রম করা সম্ভব। আর এই অসম্ভব সম্ভব করে দেখিয়েছেন আলিগড়ের ২৫ বছর বয়সী এক যুবক। একটা সময় ঝাড়ুদারের কাজ পেয়েছিলেন, সেখান থেকে আজ তিনি আইপিএলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা কথা বলছি কলকাতা নাইট রাইডার্স তথা ভারতীয় দলের তরুণ তুর্কি রিঙ্কু সিংয়ের (Rinku Singh) সম্পর্কে।

রিঙ্কু সিংয়ের জীবনকাহিনী

রিঙ্কু (Rinku Singh) ১৯৯৭ সালে উত্তর প্রদেশের(UP) আলিগড়ে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রিঙ্কুর ক্রিকেটার হয়ে ওঠার পথটা খুব একটা মসৃণ ছিল না। ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি তাঁর আলাদা আগ্রহ ছিল। পরিবারের আর্থিক স্থিতি ঠিক না হওয়ার কারণে রিঙ্কু ক্রিকেটার হওয়ার স্বপ্ন ত্যাগ করতে চলেছিলেন। দুই বেলা দুমুঠো খাবার জোগাতে একটা সময় ক্রিকেটের কথা না ভেবে কাজ খুঁজতে যান রিঙ্কু। তিনি বেশি পড়াশোনা করেননি তাই ঝাড়ুদারের চাকরি পেয়েছিলেন, তবে এই কাজ করলেও ক্রিকেটের স্বপ্ন মরে যায় নি। এরপর রিঙ্কু ফের ক্রিকেট খেলতে শুরু করেন, তখন তিনি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। কিন্তু খেলার প্রতি তার উদ্যম এবং ভালোবাসা কখনো থেমে থাকেনি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রিঙ্কুর ভাগ্য নিল নয়া মোড়

২০১২ সালে স্কুলের এক টুর্নামেন্টে রিঙ্কু বাইক জিতেছিলেন। তিনি সেই বাইকের চাবি তুলে দিয়েছিলেন তাঁর বাবার হাতে। কারণ তাঁর বাবাকে বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার পৌঁছে দিতে হত। বাইক থাকলে তাতে সাহায্য হত বলে নিজের পাওয়া উপহার তিনি তুলে দেন বাবার হাতে। নিজের প্রতিভার কারনে মাত্র ১৭ বছর বয়সে ২০১৪ সালে উত্তরপ্রদেশের রাজ্য দলে সুযোগ পেয়েছিলেন ছোট্ট রিঙ্কু। এরপর ২০১৭ সালে বদলে যায় রিঙ্কুর ভাগ্য। সেই বছর সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাব ১০ লক্ষ টাকায় রিঙ্কুকে কিনেছিল। রিংকুকে দলে নিলেও মাঠে নামার সুযোগ দেয়নি। এরপর ২০১৮ সালে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR) ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে দলে নেয়। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্বকাপ (World Cup)। এরপরই শুরু হয়েছে টি২০ (T20) ম্যাচ। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ভারত পরাজিত করে অজিদের। গতকাল অর্থাৎ ২৬শে নভেম্বর দ্বিতীয় ম্যাচে মাত্র ৯ বলে ৪টি চার ও দুটি ৬ মেরে ৩১ রান করে ভারতকে জিতিয়ে প্রশংসা কুড়োলেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং(Rinku Singh)।

আরও পড়ুন: 26/11 Mumbai Attack: হায় রে কর্তব্য! মুম্বাই ২৬/১১ জঙ্গী হামলার ‘বলি’ জেসমিনের বাবা সুরক্ষা দিয়েছিল আজমল কাসাবকে, জানুন পুরো ঘটনা

আরও পড়ুন: Novak Djokovic: ‘চুপ একদম’! ব্রিটিশ সমর্থকদের উপর চেঁচিয়ে উঠলেন জোকোভিচ, ঠিক কী ঘটেছিল?

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)