
Table of Contents
Bahok News Bureau: কলকাতা বা ভারত যে জার্সিই গায়ে থাকুক না কেনো ২০ ওভারের ক্রিকেট মানেই এখন রিঙ্কুর দাপট। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন ভরসা হয়ে উঠেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। চাপের মুখে তাঁর মাথা ঠান্ডা রাখতে পারার ক্ষমতা নিয়ে ইতিপূর্বেই আলোচনা শুরু হয়েছে, তবে এবার আলোচনায় তাঁর ১০০ মিটারের ছক্কা প্রসঙ্গে। আসুন কি ঘটেছে জেনে নেওয়া যাক।
রিংকুর ১০০ মিটারের ছক্কার রহস্য (Secret behind Rinku’s 100m Six)
টি২০ (T20) সিরিজ চলছে রমরমিয়ে। রায়পুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত (India)। এ সময় ২৯ বলে ৪৬ রান করেন রিংকু। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। এই সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে ভারত। প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়া করতে পারে ১৫৪ রান। এই ম্যাচে রিংকু সিং ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হলেও রিঙ্কুকে নিয়ে আলোচনা থেমে নেই।
তাঁর মারা একটি ছক্কা নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে, যা গিয়ে পড়ে ১০০ মিটার দূরে। টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারা এখন তাঁর কাছে জলভাত। খেলা শেষ হওয়ার পর উইকেটরক্ষক-ব্যাটার জীতেশ শর্মা (Jitesh Sharma) রিঙ্কুকে প্রশ্ন করেছিলেন কীভাবে অনায়াসে এমন ছক্কা মারতে পারেন রিঙ্কু? রিঙ্কু প্রথমে এড়িয়ে যেতে চান। শেষমেষ তিনি বলেন, ‘আমি ওজন তুলতে পছন্দ করি। তার থেকেই আমি আরো শক্তিশালী হয়েছি।’ আমরা আপনাকে বলি যে, রিংকু সিং অনেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। এখনো পর্যন্ত তিনি ভারতের হয়ে ৯ ম্যাচের ৫ ইনিংসে ১৭৪ রান করেছেন। এই সময়ে তিনি মারেন ১৬টি চার ও ১১টি ছক্কা। রিংকু ৩১টি আইপিএল ম্যাচে ৭২৫ রান করেছেন। এই সময়ে তিনি ৪টি হাফ সেঞ্চুরি করেছেন।
প্রতিক্রিয়া সূর্য কুমার যাদবের (Watch Suryakumar Yadav’s reaction)
পাঞ্জাব কিংস রিঙ্কু সিংয়ের একটি ছয়ের ছবি শেয়ার করেছে, যেখানে রিংকুর পাশাপাশি সূর্য কুমার যাদবকেও (Suryakumar Yadav) দেখা যাচ্ছে। রিংকুর এই ১০০ মিটারের ছক্কা দেখে উঠে দাঁড়ান সূর্যকুমার যাদব। তিনি উঠে দাঁড়িয়ে সাধুবাদ জানান রিংকুকে। রিংকুর ছক্কার অনেক ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরাও ভিডিওটিতে নানা ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন।

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।