
Table of Contents
Bahok News Bureau: লন্ডন পুলিশকে সমালোচনা করে তীব্র রোষের মুখে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান (home secretary Suella Braverman)। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিলেন ঋষি সুনক (Rishi Sunak)। মন্ত্রিসভা থেকে সুয়েলাকে (Suella Braverman) সরিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (British PM)।
আসলে কি ঘটেছিল? (what did suella braverman say?)
সুয়েলার প্রতিক্রিয়া: (Suella’s reaction)
গত বুধবার একটি দৈনিকে পুরো দেশের সমালোচনার জবাব দেন সুয়েলা। তিনি বলেন, “আমি মনে করি না, শুধু গাজ়ার জন্য সাহায্য চেয়ে এ ধরনের মিছিল হয়েছে। এগুলো আসলে কিছু গোষ্ঠীর দাবিদাওয়া, বিশেষত ইসলামিকদের, যা উত্তর আয়ারল্যান্ডে দেখা যেত”। সুনক তার মত কে সম্পূর্ণ সমর্থন না করলেও প্রথমে “পূর্ণ আস্থা” প্রকাশ করেছিলেন সুয়েলার প্রতি। তবে তিনিও সমালোচনার শিকার হয়ে তাকে শেষ পর্যন্ত সরাতে বাধ্য বাধ্য হন।

বছর পেরোলেই নির্বাচন ব্রিটেনে, তাই বেশ চাপের মুখেই আছে সুনক গোষ্ঠী! এরই মধ্যে কনসারভেটিভ পার্টির ডানপন্থীদের অন্যতম মুখ হয়ে উঠছিলেন সুয়েলা, মন্তব্য করছিলেন উদ্বাস্তু শিবিরের বিপক্ষে। তাই কি ভোটারদের মন রাখতে এই পদক্ষেপ? চাপানউতোর তাই নিয়েও!
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কে? (who is the new home secretary?)
ষাটের দশক থেকে ব্রিটেন বাসী ভারতীয় বংশোদ্ভূত সুয়েলার মা-বাবা। এর আগে ২০২২ সালে লিজ ট্রাসের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্রেভারম্যান (Suella Braverman)। কিন্তু সেখানেও সরকারি প্রোটোকল ভাঙার কারণে পদ হারান তিনি। এর পর সুনক প্রধানমন্ত্রী হওয়ার, সপ্তাহ ছয়েক পর আবার স্বরাষ্ট্রমন্ত্রীর হন তিনি। এবারও পূর্ণ সময় স্বপদে থাকতে পারলেন না তিনি। প্রাক-নির্বাচনী রদবদলে ছাঁটাই হলেন ভারতীয় বংশোদ্ভূত। এরপর নতুন করে কে নিযুক্ত হবেন কে তাই নিয়ে জলঘোলা শুরু হয়। আর তারপর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন বিদেশ সচিব (new foreign secretary uk) হন ডেভিড ক্যামেরন (david cameron) ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে (new secretary of state uk) নিযুক্ত হলেন জেমস ক্লেভারলি (james cleverly)। এবার মন্ত্রীসভার নতুন বিন্যাস বিতর্ক সরিয়ে নির্বাচনে কতটা এগিয়ে রাখবে সুনককে সেটাই দেখার।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Monday, 13 November 2023, 10:05 pm | Last Updated on Monday, 13 November 2023, 10:05 pm by Bahok Desk








