Auto rikshaw pick up van Road Accident
Road Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের পুনেতে! পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৮, প্রতীকী ছবি

Bahok News Bureau : গতকাল অর্থাৎ রবিবার রাতে মহারাষ্ট্রের পুনেতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে (Road Accident), যেখানে একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৮ জন মারা গেছেন। ঘটনাটি ঘটেছে কল্যাণ-নাসিক হাইওয়েতে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল সেই সম্পর্কে বিস্তারিত।

কী ঘটেছিল?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

গতকাল রাতে মহারাষ্ট্রের (Maharashtra) পুনে জেলায় কল্যাণ-নাসিক হাইওয়েতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে (Road Accident in Pune)। এই দুর্ঘটনায় ২ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে যে, পুনে জেলায় কল্যাণ-নাসিক হাইওয়েতে (Nashik Highway) একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশার মধ্যে বিশাল সংঘর্ষ হয়, যাতে ঘটনাস্থলেই ৮ জন মারা যায়। পিকআপ ভ্যানটি ওতুর জেলায় কাছে অবস্থিত কল্যাণের দিকে যাচ্ছিল। এমতাবস্থায়, পেছন থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ৮ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ওই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ওই ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং মৃতদেহগুলি ওতুর জেলা হাসপাতালে আনা হয়।

পুলিশ কী বলছে?

পুলিশ জানিয়েছে যে, মহারাষ্ট্রের পুনে (Pune) জেলায় একটি দ্রুতগামী পিক-আপ গাড়ি একটি অটোরিকশার সাথে সংঘর্ষে আট জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার রাত ১১ টা বেজে ৩০ মিনিটে মুম্বাই (Mumbai) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ওতুর থানা এলাকার অধীনে কল্যাণ-আহমেদনগর রোডে ঘটে। পিক-আপ গাড়িটি আহমেদনগর থেকে থানে জেলার কল্যাণের দিকে যাচ্ছিল। ঠিক সেইসময় এক পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় ওই গাড়িটির। এই ভয়াবহ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা সাতজন ও পিকআপ চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর নিহতের স্বজনদের জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের সদস্যদের হাসপাতালে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে পুলিশ। (Road Accident)

প্রসঙ্গত, রবিবারই নাগপুরের (Nagpur) একটি বিস্ফোরক প্রস্তুতকারক সংস্থায় একটি বড় বিস্ফোরণ ঘটে, যাতে ৯ জন প্রাণ হারায়। একই সঙ্গে অনেক শ্রমিক গুরুতরভাবে আহত হওয়ার খবরও পাওয়া গেছে। সবমিলিয়ে রবিবার দিনটি মোটেও ভালো ছিলনা।

International Migrants Day 2023: ‘আন্তর্জাতিক পরিযায়ী দিবস ২০২৩’, আন্তর্জাতিক অভিবাসী দিবস কেন পালিত হয়? জেনে নিন বিস্তারিত

 

 

Earphone Use Tips: দীর্ঘসময় কানে ইয়ারফোন গুঁজে গান শোনেন? সাবধান! হতে পারেন চিরতরে বধির! রইল ইয়ারফোন ব্যবহারের কিছু সঠিক টিপস, জানুন বিস্তারিত

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)