বাহক নিউজ় ব্যুরো: দীর্ঘ ক্যারিয়ারে প্রথম ওয়েব সিরিজ। নাম ‘আরণ্যক’। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন রবিনা ট্যান্ডন ।এটাই তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ।দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন ৯০ দশকের এই অভিনেত্রী ।এক নারী কেন্দ্রিক গল্পকে নিয়ে ওটিটি পর্দায় পা রেখে, বিনোদন জগতে কামব্যাক করছেন রবিনা।
২ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলারে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে রবিনাকে। ছবিতে তিনি প্রধান চরিত্রে রয়েছেন। একজন মহিলা তাঁর নিখোঁজ মেয়ে এবং প্রেমিক সম্পর্কে পুলিশকে রিপোর্ট করেছেন, যাঁরা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ১০ ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি।
সিরিজে রবিনার অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, মেঘনা মালিক, জাকির হোসেন, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং প্রমুখ। জঙ্গলের প্রেক্ষাপটে শুটিং হয়েছে ওয়েব সিরিজের । রহস্যময় শহরের গল্পও উঠে আসছে সিরিজে। প্রযোজনায় কাপুর ফিল্মস ও রমেশ সিপ্পি এন্টারটেইনমেন্ট । পরিচালনায় বিনয় বৈকুল।
ট্রেলার এর ঝলক শেয়ার করে রবিনা লিখেছেন ,”একটা দোষ এবং এতগুলো দোষী, এসএইচও কস্তুরী কী খুঁজে বের করতে পারবে কে সত্যি বলছে আর কে মিথ্যে? সত্যির জন্য প্রস্তুত থাকুন আগামী ১০ই ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে আরণ্যক।”