Russia-Ukraine War: ইউক্রেনকে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান! চাঞ্চল্যকর দাবি রিপোর্টে, ঠিক কী বলা হয়েছে? জানুন বিস্তারে,, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: পাকিস্তান কেন্দ্রীক এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করেছে, সম্প্রতি এমনটাই দাবি করা হয়েহে বিবিসির এক রিপোর্টে (BBC Report)। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (British Broadcasting Corporation) দাবি, ইসলামাবাদ (Islamabad) ধারাবাহিকভাবে অস্বীকার করেছে যে তারা যুদ্ধ চলাকালীন ইউক্রেনকে (Ukraine) কোনো গোলাবারুদ সরবরাহ করেছে। রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার যুদ্ধের মধ্যে ইউক্রেনে  (Russia-Ukraine War) গোলাবারুদ সরবরাহের জন্য পাকিস্তান (Pakistan) গত বছর দুটি বেসরকারি মার্কিন কোম্পানীর সঙ্গে অস্ত্র চুক্তিতে ৩৬৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বলে জানা গেছে।

BBC Report on Pakistan

বিবিসি রিপোর্টে দাবি করা হয়েছে, ব্রিটিশ সামরিক কার্গো বিমান ব্যবহার করে অস্ত্রগুলি রাওয়ালপিন্ডির (Rawalpindi) পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটি নুর খান (Pakistan Air Force Base Nur Khan) থেকে ব্রিটিশ সামরিক ঘাঁটি আক্রোতিরির (Royal Air Force Akrotiri) সিপ্রাসে (Cyprus) পাঠানো হয়। এরপর ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য তাদের মোট পাঁচবার রোমানিয়ায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ইসলামাবাদ যদিও পরবর্তীতে যুদ্ধ চলাকালীন ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করার দাবি অস্বীকার করেছে। বিবিসি উর্দুর রিপোর্ট অনুযায়ী, “বিমানটি একই ঘাঁটিতে মোট পাঁচবার অবতরণ করে। রোমানিয়ার (Romania) প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় এটি ঘটেছিল। পাকিস্তান বারবার ইউক্রেনে তাদের অস্ত্রের উপস্থিতি অস্বীকার করেছে”। পররাষ্ট্র দফতর, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে পাকিস্তান সম্পূর্ণ নিরপেক্ষ বলেই দাবি করছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কার সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান? (With whom Pakistan has signed contracts?)  

রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের ১৭ই আগস্টে পাকিস্তান দুটি বেসরকারি মার্কিন সামরিক সংস্থা যথাক্রমে “গ্লোবাল মিলিটারি”(Global Military) এবং “নর্থরপ গ্রুম্যান” (Northrop Grumman)-এর সঙ্গে ৩৬৪ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে। গ্লোবাল মিলিটারির সাথে ২৩২ মিলিয়ন ডলার এবং নর্থরপ গ্রুম্যানের সাথে ১৩১ মিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছিল। যার অধীনে পাকিস্তান ওই সংস্থাগুলোকে ১৫৫ মিলিমিটার শেল (155 Shells) বিক্রি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রকিউরমেন্ট ডেটা সিস্টেম (American Federal Procurement Data System) থেকে প্রাপ্ত চুক্তির বিবরণ থেকে স্পষ্ট যে ওই অস্ত্রগুলো পাকিস্তান থেকে কেনা হয়েছিল।’

রিপোর্ট আরো উল্লেখ করা হয়েছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (Pakistan Democratic Movement) শাসনামলে এই চুক্তিগুলো হয়েছিল। তখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া (Qamar Javed Bajwa) পাকিস্তান-যুক্তরাজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাকিস্তান ২০২১ থেকে ২০২২ সালে সালে ১৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করেছে, যেখানে এই রপ্তানি ২০২২ থেকে ২০২৩ সালে ৪১৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই চুক্তিগুলির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের অক্টোবর মাসে।

আরও পড়ুন: West Asian Crisis: পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাবে নয়াদিল্লি! কেন শান্তি ফেরাতে আমেরিকা-ইরানের ভরসা ভারতই? জানুন বিস্তারিত

আরও পড়ুন: Jawaharlal Nehru Birthday: কেন বুক পকেটে ‘গোলাপ’ রাখতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু? আসল কারণ জানলে মুগ্ধ হয়ে যাবেন

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)