Bahok News Bureau : কেরলের সবরীমালা মন্দিরে (Sabarimala Temple) গত কয়েক দিন ধরে মাত্রাছাড়া ভিড় মাত্রাছাড়া লক্ষ্য করা গেছে। মন্দিরে কাতারে কাতারে পুণ্যার্থী আসছেন। ভিড় সামলানো অসম্ভব হয়ে পড়ছে। যদিও বছরের এই সময়ে ভিড় থাকে চোখে পড়ার মতো। সবরীমালা মন্দিরের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মৃত্যু হয় ১১ বছরের কিশোরী এবং ৪৫ বছরের এক মহিলার।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়ায়, ধাক্কাধাক্কিতে এমন দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর বিজেপি, রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে রাজ্য সরকারের অব্যবস্থাপনার অভিযোগ করেছে। কংগ্রেস, পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে কড়া ভর্ৎসনা করেছে। বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF) নেতৃত্বাধীন কেরালা সরকার মন্দির পরিচালনার ব্যর্থতার অভিযোগে বিরোধী কংগ্রেস এবং বিজেপির তীব্র সমালোচনার মুখে পড়েছে। (Sabarimala Temple-Kerala High Court)
মন্দির কর্তৃপক্ষ কী জানালো?
দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা ওই মন্দিরে যান। বিগ্রহ দর্শনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। গত কয়েক দিন ধরে লাইনের দৈর্ঘ্য মাত্রাতিরিক্ত হয়েছে বলে অভিযোগ। কখনও কখনও ১৮ ঘণ্টা ধরে মন্দিরের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দর্শনার্থীদের। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সবরীমালা মন্দিরে (Sabarimala Temple) ভিড় সামলাতে ব্যারিকেডের ব্যবস্থা করা হলেও অনেকেই অধৈর্য্য হয়ে ব্যারিকেড টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। এর ফলে ব্যারিকেড ভেঙে যায় এবং ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় সামলানোর বিষয়ে আলোচনার জন্য কেরল প্রশাসন জরুরি বৈঠকের ডাক দিয়েছে। মন্দিরে প্রবেশের বুকিংয়ে লাগাম টানার সিদ্ধান্ত হয়েছে। ১০ হাজারের বেশি টিকিট অনলাইনে বুক করা যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শনের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে এবং মন্দিরে যাওয়ার পথে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে।
কড়া নির্দেশ জারি করলো কেরালা হাইকোর্ট
সম্প্রতি অনলাইন বুকিং বা স্পট টিকিট ছাড়া ভক্তদের মন্দির প্রাঙ্গনে প্রবেশের একাধিক অভিযোগ উঠেছিল। কেরালার সবরীমালা মন্দিরে অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। এবার সবরীমালা মন্দিরে ভক্তদের প্রবেশ নিয়ে কড়া নির্দেশ দিল কেরালা হাইকোর্ট (Karala High Court)। কোনো অনলাইন বুকিং বা স্পট টিকিট না থাকলে, ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। এর পাশাপাশি মন্দির চত্ত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছে কেরালা হাইকোর্ট।
বৈধ টিকিট ছাড়া প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনকেও দেওয়া হয়েছে কড়া নির্দেশ। মন্দির চত্ত্বর এলাকায় কেবলমাত্র ভক্তদের গাড়িকে যাতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তার দিকেও নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহনের ভিড়ে ভক্তদের মন্দিরে প্রবেশে যাতে অসুবিধা না হয়, সেদিকেও লক্ষ্য রাখার কথা জানিয়েছে কেরালা হাইকোর্ট। (Sabarimala Temple-Kerala High Court)
মন্দির কর্তৃপক্ষকে নির্দেশ দিল কেরালা হাইকোর্ট
প্রশাসনের পাশাপাশি সবরীমালা মন্দির কর্তৃপক্ষকে বেশ কয়েকটি বিষয়ে নজর দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে কেরালা হাইকোর্ট, যেমন ভক্তদের মধ্যে জল বা বিস্কুট সরবরাহ করা যায় কীনা, তা বিবেচনা করা। জল ও বিস্কুট সরবরাহের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস স্বেচ্ছাসেবকদেক সহায়তা নেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি মন্দির সংলগ্ন স্থানে পার্কিং ব্যবস্থার সুবন্দোবস্ত এবং শিশু ভক্তদের জন্য ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)