Sadhguru Jaggi Vasudev - Nitish Kumar- Hindustan Issue 1
Sadhguru Jaggi Vasudev - Nitish Kumar- Hindustan Issue: 'হিন্দুস্তান মানে হিন্দুদের দেশ, হিন্দির দেশ নয়'! নীতিশের বক্তব্যকে 'তুচ্ছ' বললেন সদগুরু, বাহক

Bahok News Bureau : সদগুরু জগ্গি বাসুদেব (Sadhguru Jaggi Vasudev), ভারত জোটের বৈঠকে নীতীশ কুমারের বক্তব্যে পরামর্শ দিয়ে রাজ্যগুলির ভাষাগত পার্থক্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের তুচ্ছ বক্তব্য পরিহার করতে হবে। (Sadhguru Jaggi Vasudev – Nitish Kumar- Hindustan Issue)

কী ঘটেছিল?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত ভারত জোটের বৈঠকে হিন্দিতে কথা বলছিলেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। ডিএমকে নেতা টিআর বালু (TR Baalu) সেই ভাষণের ইংরেজি অনুবাদ চাইতেই চটে যান বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে ‘আমরা তো আমাদের দেশকে হিন্দুস্তান বলি। হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা। আমাদের এই ভাষাটা জানা উচিত।’ এটি ছিল ভারত জোটের চতুর্থ বৈঠক ছিল, যার আয়োজন করা হয়েছিল দিল্লিতে। বৈঠকে লালু-নীতীশের অসন্তোষ নিয়ে জোর চর্চা হয়। নীতীশের এই বক্তব্যের ঘিরেই সদগুরু জগ্গি বাসুদেবের প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।

সদগুরু জগ্গি বাসুদেব কী বললেন ?

দিল্লিতে অনুষ্ঠিত ভারত জোটের বৈঠকে হিন্দি জানা উচিত বলে সিএম নীতীশ কুমারের বক্তব্যের বিষয়ে সদগুরু জগ্গি বাসুদেব (Sadhguru Jaggi Vasudev), নীতীশ কুমারকে এই ধরনের বক্তব্য এড়াতে বলেছেন। সদগুরু তাঁর এক্স হ্যান্ডেলে, রাজ্যগুলির মধ্যে ভাষাগত পার্থক্যগুলিও ব্যাখ্যা করেছেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন যে, “শ্রদ্ধেয় নীতীশ কুমার, হিন্দুস্তান মানে হিমালয় ও সিন্ধু সাগরের মাঝখানে অবস্থিত সেই ভূমি, যা হিন্দুদের ভূমি। হিন্দি ভাষার দেশ নয়। রাজ্যগুলির ভাষাগত বিভাজন করা হয়েছিল, যাতে দেশের সকল ভাষার সমান মর্যাদা থাকে। আপনাকে এই ধরনের তুচ্ছ বক্তব্য এড়িয়ে চলার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, কারণ এমন অনেক রাজ্য রয়েছে, যাদের নিজস্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রয়েছে।”

প্রসঙ্গত, এই বৈঠকে অংশ নিয়েছিলেন ২৭টি বিরোধী দলের নেতারা, যেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন রাষ্ট্রপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব, এনসিপি সভাপতি শরদ পাওয়ার, শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে, পিডিপি সভাপতি মেহবুবা মুফতি সহ অনেক নেতা উপস্থিত ছিলেন।

Telecommunication Bill 2023: জাতীয় নিরাপত্তায় কেন্দ্রের নয়া পদক্ষেপ! ‘টেলিকমিউনিকেশন বিল ২০২৩’ পাশ লোকসভায়, জানুন ‘টেলিকমিউনিকেশন বিল ২০২৩’ কী?

 

 

বিতর্ক: হিন্দি কি ভারতের রাষ্ট্রীয় ভাষা হওয়া সম্ভব?

………………………………………………………………………………………………………………

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)