Bahok News Bureau:  সায়ানি গুপ্তা (Sayani Gupta) একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। বাঙালি হয়েও বলিউডেই (Bollywood) তাঁর বিচরণ বেশি।

অভিনেত্রীর সম্পর্কে কিছু কথা:
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Hindi Film Industry) কাজ করার জন্য কলকাতা থেকে পালিয়ে মুম্বই গেছিলেন তিনি। এরপর সেখানেই নিজের কেরিয়ার গড়ে তোলেন। বাঙালি হওয়ার সুবাদে তাঁর বাংলার প্রতি টান ছিল আগাগোড়া। টলিউডেও (Tollywood) কাজ করার ইচ্ছা ছিল তাঁর প্রবল। তাঁর সেই ইচ্ছা পূরণ হয়েছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। ‘মার্গারিটা উইথ আ স্ট্র’, আর্টিকল ১৫, শেরদিল, ফ্যান খ্যাত প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জন্ম:
সায়নী গুপ্ত ১৯৮৫ সালের ৯ই অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতের (India) ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক হয়েছেন।

কি বলেছেন সায়নী ?
অভিনেত্রী সায়ানি গুপ্তা (Sayani Gupta) সম্প্রতি শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমার বক্স অফিস সাফল্য নিয়ে কথা বলেছেন। তিনি প্রকাশ করেছেন যে, তাঁকে অ্যাটলির ‘জাওয়ান’ নামক চলচ্চিত্রে একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর তিনি ‘ডাঙ্কি’ (Dunkey) সিনেমার ট্রেলারের প্রশংসা করেন। সায়ানি, শাহরুখকে নিয়ে উচ্ছ্বসিত এবং তাঁর প্রতি সায়নীর ভালোবাসার কোথাও তিনি প্রকাশ করেছেন। ইতিপূর্বে তিনি শাহরুখ খানের সাথে ‘ফ্যান’ নামক সিনেমাতে অভিনয় করেছিলে।

 

আরও পড়ুন: Chandrayaan 3 – Pacific Ocean: প্রশান্ত মহাসাগরে চন্দ্রযান-৩! কেন? ঠিক কী ঘটেছে?, জানুন বিশদে

আরও পড়ুন: SBIF ASHA Scholarship 2023: ‘আশা’র আলো, পড়ুয়াদের ১০০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে SBIF! শেষ তারিখ পেরোনোর আগে ঝটপট আবেদন করুন

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Friday, 17 November 2023, 9:01 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk