
Table of Contents
Bahok News Bureau: আগামীকাল থেকে শুরু হচ্ছে আবেদন, বাড়িতে বসে অনলাইনেই আবেদন করা যাবে, কীভাবে? বিস্তারিত জানুন (SBI Clerk Recruitment 2023)
চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। এসবিআই (SBI)-এর অধীনে ৮২৮৪টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (SBI Clerk Recruitment 2023) প্রকাশিত হয়েছে। আগামীকাল থেকে অনলাইন মোডে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে? কী কী যোগ্যতা লাগবে? কীভাবেই বা আবেদন করবেন? বিশদে জানতে প্রতিবেদনটি পড়ুন।
এসবিআই ক্লার্ক নিয়োগ ২০২৩ (SBI Clerk Recruitment 2023)
কোন পদে নিয়োগ করা হবে?
এসবিআই কর্তৃক প্রকাশিত SBI Clerk Recruitment 2023 এ উল্লেখ করা হয়েছে, উক্ত ব্যাঙ্কের অধীনে জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য মোট ৮২৮৩টি শূন্যপদ রয়েছে।
আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে? (Eligibility to apply for SBI Clerk Recruitment 2023)
জুনিয়র অ্যাসোসিয়েট (Junior Associate) পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে ২০ ও ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে। এছাড়া আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। IDD Certificate থাকলেও আবেদন করা যাবে। একইসাথে উভয় কোর্সে লাস্ট সেমিস্টারে পাঠরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৩-এর আগে কোর্স সম্পন্ন করতে হবে।
কীভাবে নিয়োগ করা হবে (Selection Process of SBI Clerk Recruitment 2023)?
আবেদনকারীদের প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) দিতে হবে। এই পরীক্ষায় পাস করলে মেনস পরীক্ষায় (Mains Exam) বসার সুযোগ পাবে। মেনসে পাস করলে আঞ্চলিক ভাষায় উপর দক্ষতা যাচাই করা হবে। তারপরই যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করতে হবে (How to apply for SBI Clerk Recruitment 2023)?
● প্রথমেই অনলাইনে sbi.co.in ওয়েবসাইট খুলে ‘Careers section’-এ যেতে হবে।
● সেখান থেকে SBI Clerk recruitment 2023 খুঁজে নিয়ে আবেদন করার লিঙ্কে ক্লিক করে মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে
রেজিস্ট্রেশন করে নিতে হবে।
● এবার আবেদন পত্রে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।
● এবার আবেদন মূল্য জমা করে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর সাবমিট বটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন মূল্য কত(Application Fees)?
General/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য ৭৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। তবে SC/ST/PwBD/ESM/DESM প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ
● আবেদন শুরু– ১৭/১১/২০২৩।
● আবেদন শেষ– ০৭/১২/২০২৩।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।