Table of Contents
Bahok News Bureau: ভারতে প্রায় ১৪.৯৬% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন। সম্প্রতি প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচকে ১২৫ টি রাষ্ট্রের মধ্যে ভারতের অবস্থান ১১১। বলার বিষয় এই যে, যে দেশের লক্ষাধিক পরিবারে ক্ষুধার হাহাকার এত প্রবল, শিক্ষা সেখানে বিলাসিতা মাত্র। তবু জন কল্যাণ শীল রাষ্ট্র হওয়ার সুবাদে ভারতের কেন্দ্র ও সকল রাজ্য সরকার প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে বদ্ধ পরিকর। কিন্তু শিক্ষা তো কোনো ছোটো ব্যাপার না! তার সঙ্গে জড়িয়ে থাকে অনেকগুলো পেশা, অনেকটা আর্থিক সঙ্গত (SBIF ASHA Scholarship 2023)।
২০০২ সালে ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনীতে প্রত্যেকটি শিশুকে ৬-১৪ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান রাষ্ট্রীয় কর্তব্য ও শিশুর অধিকারের মধ্যে পড়ে।
এই শিক্ষাব্যবস্থা কে চাঙ্গা ও শিক্ষার্থীদের উৎসাহিত করতেই সরকারি ও বেসকারি তরফে বিভিন্ন বৃত্তি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মধ্যে দিয়ে স্ত্রী শিক্ষা বিস্তারেরও সাধু উদ্যোগকে প্রতিষ্ঠিত করা যায়।
SBIF বা SBI Foundation কি? (SBIF ASHA Scholarship 2023)
বর্তমানে প্রত্যেক বেসরকারি কোম্পানিকেই বিভিন্ন সামাজিক বিষয়ে দায়িত্ব নিতে হয়, যার পোশাকি নাম Corporate Social Responsibility (CSR). SBIF বা SBI Foundation এর তেমনি একটি উদ্যোগ “আশা স্কলারশিপ” (SBIF ASHA Scholarship 2023) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের বার্ষিক ১০,০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।স্টেট ব্যাঙ্কের অধীনে থাকা এই CSR শাখাটি দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার পাশাপাশি ২৮ টির বেশী রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকা সহ বিভিন্ন সামাজিক ও আর্থসামাজিক কাজকর্মের অগ্রগতি বজায় রাখতে নানা পদক্ষেপ গ্রহন করেছে।
এখন কি কি শর্তে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন? (Eligibility to apply for SBIF ASHA Scholarship 2023)
১) ছাত্র/ছাত্রীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
২)আবেদনকারীকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত থাকতে হবে। (৩) পূর্ববর্তী শিক্ষাবর্ষে নুন্যতম ৭৫% নম্বর রাখতে হবে। ৪) পারিবারিক বার্ষিক আয় ৩লাখ টাকার কম হতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে? (Required Documents SBIF ASHA Scholarship 2023?)
১) আগের শিক্ষাবর্ষের পরীক্ষার রেজাল্ট ।
২) ভারতবর্ষে নাগরিক তার পরিচয় পত্র ।
৩) পরিবারের বার্ষিক আয় ইনকাম সার্টিফিকেট ।
৪) সম্প্রতি কালে তোলা পাসপোর্ট সাইজের ছবি।
এই ডকুমেন্টসগুলির আলাদা আলাদা স্ক্যান কপি ফর্ম এর প্রয়োজনীয় জায়গায় আপলোড করতে হবে।
কিভাবে আবেদন করতে পারবেন? (How to apply for SBIF ASHA Scholarship 2023?)
কেবল অনলাইনের মাধ্যমে কয়েকটি ছোটো ছোটো ধাপে এই বৃত্তির জন্য আপনি আবেদন করতে পারেন।
কি কি সেই পদ্ধতি?
- প্রথম পর্যায়: রেজিস্টার আইডি দিয়ে Buddy4study তে লগইন করুন ও অনলাইন আবেদনপত্রের পেজটি খুলুন। যদি অ্যাকাউন্ট রেজিস্টার করা না থাকে ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিন।
দ্বিতীয় পর্যায়: এরপর ‘এসবিআইএফ আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর স্কুল স্টুডেন্টস 2023‘এ ক্লিক করে আবেদন শুরু করুন। - ৩ য় পর্যায়: অনলাইন অ্যাপ্লিকেশনে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরন করুন। টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করুন এবং ‘প্রিভিউ’ এ ক্লিক করুন।
- শেষ পর্যায়: আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘সাবমিট’ অপশনে ক্লিক করুন।
- নিম্নে বাটনে ক্লিক করেও আবেদন করার ওয়েবসাইটে যেতে পারেন।
আবেদনের শেষ তারিখ: ২৩ শে নভেম্বর ২০২৩। (Last date to apply for SBIF ASHA Scholarship 2023)
সঠিক ভাবে আবেদন করলে এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হতে পারেন অনেক মানুষ আর উজ্জ্বল হতে পারে বহু বহু ছাত্র ছাত্রীর জীবনদ্বীপ!
Apply Now
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।