
Table of Contents
Bahok News Bureau: স্কুল জীবনের অনেক ঘটনাই আজ আমাদের কাছে স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। যেখানে বন্ধুবান্ধব দের সঙ্গে গল্প থেকে শুরু করে বন্ধু বান্ধবদের সঙ্গে মিষ্টি ঝগড়ার ঘটনা স্বাভাবিক। কখনো দুই বন্ধুর মধ্যে ঝামেলার কারণে শিক্ষকদের থেকে শাস্তিও পেতে হয়েছে। এই অল্প স্বল্প ঘটনা হামেশাই নানা স্কুলে ঘটে। তবে আজ আপনাদের এমন এক ঘটনা জানতে চলেছি, যা শুনলে আপনার রোম খাড়া হয়ে যাবে (School Bullying)।
Madhya Pradesh School Bullying News
মধ্যপ্রদেশের ইন্দোরের এক প্রাইভেট স্কুলের একটি রোমহর্ষক ঘটনা সামনে এসেছে। যেখানে একজন চতুর্থ শ্রেণীর ছাত্র তার তিন সহপাঠীদের দ্বারা আক্রন্ত হয়েছে। তিন সহপাঠী মিলে ওই ছাত্রের শরীরের কাঁটা কম্পাস দিয়ে ১০৮ বার ক্রমাগত আক্রমণ চালিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, স্কুল চলাকালীন তিন ছাত্রের সঙ্গে মারামারি শুরু হয় ওই এক ছাত্রের। এ সময়ই এমন রোমহর্ষক ঘটনাটি ঘটে। এই পুরো ঘটনাটি নিয়ে পুলিশী তদন্তের কথা জানিয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (Child Welfare Committee)।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান পল্লবী পোরওয়াল জানিয়েছেন, গত ২৪সে নভেম্বর অ্যারোড্রোম থানায় উক্ত প্রাইভেট স্কুলের এই সংঘর্ষের ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই সিডব্লিউসি-র চেয়ারম্যান পল্লবী পোরওয়াল পুলিশকে এবিষয়ে তদন্ত করার জন্য জানিয়েছে এবং এ বিষয়ে আজ সিডব্লিউসি-র পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে।
MP School Bullying News
সিডব্লিউসি-র চেয়ারম্যান পল্লবী পোরওয়াল (CWC Chairman Pallavi Porwal) ঘটনাটি প্রসঙ্গে জানিয়েছেন, “ঘটনাটি মর্মান্তিক। এত অল্প বয়সের শিশুদের সহিংস আচরণের কারণ খুঁজে বের করতে আমরা পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছি।” তিনি আরো জানান যে, সিডব্লিউসি ওই চার শিশু ও তাদের পরিবারকে নিয়ে একটি কাউন্সিলিং করার কথা ভাবছে। এছাড়া কোনো শিশুরা কোনো ভিডিও গেম বা হিংসাত্মক দৃশ্য দেখে এমনটা করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।
আহত ছাত্রের বাবা জানিয়েছেন, গত ২৪সে নভেম্বর দুপুর ২ টা নাগাদ এ ঘটনাটি ঘটেছে। তবে স্কুল কর্তৃপক্ষের কাছে এ সময়ের সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তা দেয়নি স্কুল। এরপরই আহত ছাত্রের বাবা অ্যারোড্রোম থানায় (Aerodrome Police Station) অভিযোগ দায়ের করেন। এসিপি বিবেক সিংহ চৌহান (A.C.P Vivek Singh Chauhan) জানিয়েছেন, অভিযোগের পর আহত ছাত্রকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রত্যেক শিশুর বয়স ১০ বছরের কম, সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসিপি বিবেক সিংহ চৌহান।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।