বাহক নিউজ় ব্যুরো: একটি দুটি নয় , বেশ কয়েকটি ছোটো বড়ো ফাটল ধরা পড়েছে ফুটবল স্টেডিয়াম সাইজের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এমনটাই জানিয়েছেন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকমস’। তাঁরা আরো জানিয়েছেন যে খুব দ্রুত এই ফাটলগুলি মেরামত না করতে পারলে বড়ো কোনো বিপদ ঘটতে পারে এবং মহাকাশচারীদের প্রাণ ও বিপন্ন হতে পারে।
রাশিয়ার মহাকাশ সংস্থার দাবী , ওই ফাটলগুলি দিয়ে ক্ষতিকারক মহাজাগতিক রশ্মি ঢুকে গেলেই হতে পারে বিপদ। তাছাড়া ফাটলগুলি দ্রুত বড়ো আকার ধারণ করছে যার ফলে যে কোনো মূহুর্তে টুকরো টুকরো হয়ে যেতে পারে মহাকাশ স্টেশন কিংবা কিছু অংশ ভেঙে ছড়িয়ে যেতে পারে যা পৃথিবীর কক্ষপথ ও তার আশেপাশের উপগ্রহগুলির জন্য সমস্যার সৃষ্টি করতে পারে।
এই মুহুর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন ১১ জন মহাকাশচারী। আমেরিকা , রাশিয়া, জাপান ও ইউরোপীয় স্পেস এজেন্সির মহাকাশচারীরা থাকেন এই স্টেশনে। কিছুদিন আগেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছিল স্টেশনে মহাকাশচারীর সংখ্যা বেশি হয়ে যাওয়ার ফলে স্থানাভাব দেখা দিয়েছে। তার ওপর আবার নতুন বিপদ। তবে দ্রুত ফাটল মেরামতের চেষ্টা করছেন তাঁরা।