বাহক নিউজ় ব্যুরো: বৃহস্পতিবারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল টেসলা ইন-কর্পোরেশনের তরফে। এই ‘এআই ডে’ অনুষ্ঠানে এলন মাস্ক এক বিশেষ রোবটের প্রস্তাবনা বিশ্বের সামনে আনলেন, যে রোবটের সাহায্যে যে কোনো বিপজ্জনক কাজ, যে কোনো পুনরাবৃত্তি মূলক অনায়াসেই করা যাবে। নিঃসন্দেহেই এই পদক্ষেপ একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে, অনেকেই আশঙ্কা করেছেন, এর কারণে প্রভাব পড়তে পারে শ্রমিক মহলে।

টেসলার এই হিউমোনোয়েড রোবটটিকে খরচসাপেক্ষ করার চেষ্টা করা হচ্ছে। ৫ ফুট উচ্চতা সম্পন্ন এই রোবট ৫টি আঙুল বিশিষ্ট, এর দেহ কালো ও সাদা দুই রঙ সম্পন্ন। টেসলার তরফে জানানো হয়েছে যে, এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে, এই রোবটটি বন্ধুত্বপরায়ণ হবে এবং যে কোনো সময়ে সহজেই এটির পরিষেবা থেকে নিজেকে মুক্ত করতে পারা যাবে তথা সহজে নিয়ন্ত্রণ করতে পারা যাবে। শেষে এলন মাস্ক মজা করে এও বললেন, “আশা করি সেই পরিস্থিতি কোনোদিনও আসবে না”।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ফোর্বস অনুযায়ী বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি তথা এলন মাস্ক জানিয়েছেন, এই রোবটটির প্রোটোটাইপ আগামী বছরে জনসমক্ষে আসবে। উল্লেখ্য, এই রোবট আধা-স্বয়ংক্রিয় প্রকৃতির হবে, টেসলার ঠিক অন্যান্য আধা- স্বয়ংক্রিয় গাড়ির মতো। তিনি এও দাবি করেছেন যে, এই রোবট বাজারে এলে, কর্মী সংকটের সমাধান হবে। ওই অনুষ্ঠানে তিনি বললেন, “ভবিষ্যতে শারীরিক পরিশ্রম শুধুমাত্র একটি পছন্দসই কাজ হিসেবে থেকে যাবে”।

এদিকে, অনেকেই মনে করেছেন, ‘টেসলা বট’ যেমন একদিকে যুগান্তকারী পদক্ষেপ। অপরদিকে, এই রোবটের চাহিদা বাড়তে থাকলে, এর প্রভাব শ্রমিক মহলে তথা আর্থিকভাবে দুর্বল স্তরেও পড়বে। এর কারণ হিসাবে অনেকেই দাবি করেছেন যে, পরবর্তীকালে সুলভ মূল্যে এই রোবট বাজারে সহজে উপলব্ধ করা গেলে, আর্থিকভাবে দুর্বল স্তরের অনেক মানুষই নিজের কাজ হারাতে পারেন। যদিও উল্লেখ্য, ‘টেসলা বট’-এর ব্যাপারে নেটিজেনরা বেশ আগ্রহ প্রকাশ করেছেন এবং অনেকেই এটির বাজারে আসার অপেক্ষাও করছেন।