Bahok News Bureau : গতকাল অর্থাৎ ১৩ই ডিসেম্বর বুধবার লোকসভায় যে হুলুস্থুলু কাণ্ড (Security Breach in Parliament) ঘটেছিল, তারপর থেকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মহীশূরের (Mysuru) বিজেপি সাংসদ প্রতাপ সিংহকে (Pratap Simha)। জাতীয় সুরক্ষার প্রশ্নে মহুয়া মৈত্রকে যদি লোকসভা থেকে বহিষ্কার করা হয়, তাহলে প্রতাপকে কেন বহিষ্কার করা হবে না, এই প্রশ্নে সরব হয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরীক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কি ঘটেছে আসুন জেনে নেওয়া যাক।

কেনো এমন দাবি?

আসলে বিজেপি সাংসদ প্রতাপ সিংহের অনুমতিতেই লোকসভায় ঢুকতে পেরেছিলেন দুই যুবক, যথাক্রমে সাগর এবং মনোরঞ্জন। সভাকক্ষে তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। হঠাৎ দুই যুবক ওয়েলে ঝাঁপিয়ে পড়েন এবং হলুদ ধোঁয়া চারদিকে ছড়িয়ে দেন। ঘটনার জেরে ( Security Breach in Parliament) চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা সাংসদ ভবনে। এরপর ওই যুবকদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বুধবারের ঘটনার পর অবশেষে মুখ খুলেছেন বিজেপি সাংসদ। গোটা ঘটনাকে ঘিরে এখন অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। সূত্র অনুযায়ী, ঘটনার পর ওইদিন সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) মুখোমুখি হন প্রতাপ। স্পিকার তাঁর কাছে জানতে চান ওই দুই যুবককে ভিজিটর পাস দেওয়ার কারণ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিজেপি সাংসদ কি বললেন? 

স্পিকারের প্রশ্নের জবাবে বিজেপি সাংসদ প্রতাপ সিংহ জানান যে, প্রতাপের অতিথি হয়েই লোকসভার গ্যালারিতে স্থান পেয়েছিলেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। প্রতাপের বক্তব্য, সাগরের বাবা তাঁর পূর্ব পরিচিত। দীর্ঘদিন ধরেই তিনি তাঁর ছেলেকে একবার সংসদ ভবনে (Parliament Building) প্রবেশের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তারই ভিত্তিতে সাগর এবং তার বন্ধু মনোরঞ্জন ডিকে লোকসভায় প্রবেশের ভিজিটর পাস দিয়েছিলেন তিনি। ওই দুই যুবকের বিষয়ে তিনি তেমন কিছু জানেন না বলেও স্পিকারকে জানিয়েছেন।

 

উল্লেখ্য, সাগর এবং মনোরঞ্জন ছাড়াও ওই একই সময়ে সংসদের বাইরেও দুজন স্লোগান দিচ্ছিলেন। তাদের কাছেও ছিল রং বোমা। তাদের মধ্যে এক জন মহিলাও ছিলেন। চার জনকেই গ্রেফতার করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে নিরাপত্তা এড়িয়ে কীভাবে তারা ক্যানিস্টার নিয়ে সংসদে ঢুকলেন? গোটা ঘটনায় নয়া সংসদ ভবনের নিরাপত্তাও এখন প্রশ্নের মুখে পড়েছে। এর পাশাপাশি বিজেপি (BJP) সরকারকে নিশানা করেছে বিরোধীরা।

MP News-Honey Bee: ‘মৌমাছি বাহিনী’র হামলার শিকার কংগ্রেস বিধায়ক ও বিজেপি নেতা! কী ঘটেছিল? জানুন বিস্তারিত

MS Dhoni-Google ‘Thala For a Reason’: ‘থালা ফর আ রিজন’ ট্রেন্ডে সামিল গুগল! ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ ট্রিবিউট টেক জায়ান্টের

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)