Bahok News Bureau: চলছে তদন্ত নিয়োগ দুর্নীতির। ইডি বর্তমানে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছে। তাদের নজরে রয়েছে কলকাতা-সহ রাজ্যের একাধিক পুরসভা। কেন্দ্রীয় সংস্থা সেই তদন্তের সূত্রেই টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে ডেকে পাঠায়। এর আগেও দুই দিন সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে তাঁকে। এমনকী, তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় এজেন্সি বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে।
এরপর হাজিরার দিন প্রশান্তর সামনেই মোবাইলগুলির সিল খুলে সেখান থেকে তথ্য সংগ্রহ করে ইডি। প্রশান্ত বলেন, ‘‘আমার সামনেই মোবাইল খোলা হয়েছে। আমার সামনেই আবার সিল করা হয়েছে। সেখান থেকে কী তথ্য ইডি পেয়েছে আমি জানি না। আমি যখন টিটাগড় পুরসভার প্রধান ছিলাম, তখন ২৪০ জনের নিয়োগ হয়েছিল। আমাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। মূলত নথিগুলি জমা দিতে হচ্ছে।’’ প্রশান্ত চৌধুরী বুধবার সকাল ১০টার পর ইডি দফতরে ইডি দফতরে পৌঁছন। কিছু ক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশান্ত বলেন, ‘‘আমাকে ডাকা হয়নি।
আমি এসেছিলাম, আমাকে আবার কবে ডাকা হবে, সেটা জানতে। তারা বললেন, ফোন করে পরবর্তী হাজিরার তারিখ জানিয়ে দেবেন।’ প্রশান্ত চলতি বছরের ৭ এবং ৮ই নভেম্বর ইডি দফতরে হাজিরা দিয়েছেন। পুর নিয়োগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। প্রশান্ত ছাড়াও বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিককে ডেকে পাঠিয়েছিল ইডি। কামারহাটির প্রাক্তন চেয়ারম্যানও সিজিওতে হাজিরা দেন। ইডি, কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়ি এবং অফিসেও হানা দিয়েছে। এছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পুর মামলায় তল্লাশি চালানো হয়েছে|
আরও পড়ুন: এবার চলবে বিশেষ মেট্রো! কবে, কখন মিলবে পরিষেবা? জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।