বাহক নিউজ় ব্যুরো: ওয়ানাডে তৈরি হল ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ এসএফআইয়ের প্রথম স্বাধীন জেলা কার্যালয়। ওয়ানাডের কাল্পেট্টাতে স্বাধীন জেলা দফতর উদ্বোধন করেন কেরল এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা বর্তমানে কেরল সিপিআইএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণান।
ইতিহাস সৃষ্টি করল এসএফআই। এতদিন ছিল না তাদের কোনো স্বাধীন জেলা দফতর। কেরলের ওয়ানাডে সংগঠনের শহিদ নেতা অভিমন্যুর নামে জেলা দফতর হল। জেলা দফতরটির পোশাকি নাম দেওয়া হয়েছে অভিমন্যু স্টুডেন্টস সেন্টার। সংগঠনের কাজ পরিচালনা হবে, একইসঙ্গে উচ্চ শিক্ষার শিক্ষার্থীদের যথাসম্ভব সাহায্য করা হবে এই দফতর থেকে। এতদিন সিপিএমের যুব সংগঠন ও ছাত্র সংগঠন একইসঙ্গে অফিস ভাগ করে কর্মকাণ্ড চালাত দেশের প্রতিটি রাজ্যে। কেরলের ওয়ানাডে এসএফআই এককভাবে তৈরি করল তাদের প্রথম স্বাধীন জেলা দফতর। উল্লেখযোগ্য বিষয় হল, এই ওয়ানডের কেন্দ্র থেকেই ২০১৯ সালে সাংসদ হয়েছেন রাহুল গান্ধী।
পাহাড়ি অঞ্চল ওয়ানাডে রয়েছে বেশ কিছু চা বাগান, কফি বাগান, এছাড়াও অন্যান্য জঙ্গল। পর্যটন কেন্দ্র হিসেবেও ওয়ানাডকে গড়ে তোলা হয়েছে। জঙ্গলগুলি থেকে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করেন ব্যাবসায়ীরা। জঙ্গলের মধু সংগ্রহকারীদের থেকে সরাসরি কিনে বাজারে বিক্রি করেন এসএফআই কর্মীরা। তারা যে অর্থ উপার্জন করেন, তার একটা বড় অংশ দিয়ে এই দলীয় কার্যালয় তৈরি হয়েছে।
এসএফআই কর্মীরা অর্থের পাশাপাশি কায়িক শ্রমও দিয়েছেন এই দফতরটি তৈরি করার জন্য। এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসের মতে, কেরলের ওয়ানাডের এসএফআই কর্মীদের এই দৃষ্টান্ত স্থাপন দেশের ছাত্র আন্দোলনে নতুন দিশা দেখাবে।
কোচির এর্নাকুলামের মহারাজা কলেজের ছাত্র এম অভিমন্যু, ২০১৮ সালের ২ জুলাই কলেজের ক্যাম্পাসেই দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে খুন হয়ে যায়। তাঁর স্মৃতির উদ্দেশেই এই ভবনটি তৈরি করা হল।