Bahok News Bureau: করোনার সময়ে PPE নিয়ে দুর্নীতির অভিযোগকে ঘিরে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) কে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikary)। রাজ্য সরকারের বিরুদ্ধে PPE কিট-সহ চিকিৎসার অন্যান্য সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি (PPE Kit Scam)। করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকা নিয়ে ‘নয়ছয়’ করেছে রাজ্য সরকার, এমন ই অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari).
শুভেন্দু চিঠিতে লেখেন , “জগদীপ ধনখড় এ রাজ্যের রাজ্যপাল থাকাকালীন একটি বড়সড় দুর্নীতির উল্লেখ করেছিলেন। করোনার সময় মেডিক্যাল ইক্যুইপমেন্ট ক্রয় সংক্রান্ত রাজ্য স্বাস্থ্য বিভাগে সে সময় নানা দুর্নীতি হয়েছে। ” চিঠিতে শুভেন্দু উল্লেখ করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, রাজীবা সিনহা, আইএএস রাজেশ পাণ্ডে, আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়-এর নাম।
শুভেন্দু অধিকারী বলছেন, ৫ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। মানুষের যখন জীবন নিয়ে টানাটানি চলছে তখন ৩০০ টাকার পিপিই কিট ১২০০ টাকায় তাদের কিনতে হয়েছে বলে অভিযোগ।শুভেন্দু দাবি করেছেন, ১ হাজার কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। পিপিই কিটে দুর্নীতির অভিযোগ তুলে ED র কাছে তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikary)।এই সব যাবতীয় অভিযোগ আর তার সঙ্গে জড়িত আমলাদের নাম দিয়ে এবার তিনি চিঠি লিখলেন ইডির ডিরেক্টর রাহুল নবীনকে।
যদিও শুভেন্দুর এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দিচ্ছে রাজ্যের শাসকদল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারী মানসিক ভারসাম্যহীন।ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী মানসিক ভারসাম্যহীন। বাংলার মানুষের প্রতি বৈষম্য, প্রতিহিংসা- এগুলোই বিজেপির কাজ।’ অন্যদিকে,তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “আজকে মোদি-শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানির দৌলতে কোভিডের সময় ভারতের মানুষকে নদীতে দেহ ভাসতে এবং নদীর তিরে গণচিতা জ্বলতে দেখতে হয়েছে।আজ তাদের জন্য দেশের মান ভূলুণ্ঠিত হয়েছে। তারাই আজ বড় বড় কথা বলছে।”
চিঠিতে শুভেন্দু লেখেন, ‘কোভিডকালে বিভিন্ন সরকারি হাসপাতাল, কোভিড জাম্বো সেন্টার এবং মুম্বইয়ের অন্যান্য হাসপাতালে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে অনিয়মের উল্লেখ করে সম্প্রতি এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। পরে তার সঙ্গে অন্যান্য মামলাও যুক্ত হয়েছে। সেখানে অভিযোগ, যা খরচ হয়েছে, তার ৬০ শতাংশ বেশি খরচ দেখানো হয়েছে। ‘
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,ED শীঘ্রই এই বিষয়ে FIR মতোই একটি একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করতে পারে।
শুভেন্দু অধিকারী তার নিজের লেখা চিঠির একটি কপি নিজেই পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আর তা নিয়েই দুই মহলে চলেছে দীর্ঘ ” কমেন্ট তর্জা”।
আরও পড়ুন: 26/11 Mumbai Attack, ‘কাসব কি বেটি’ দেবীকা রোটাওয়ানের কী অবস্থা
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।