বাহক নিউজ় ব্যুরো: পাঞ্জাব রাজনীতিতে ফের নাটকীয় ঘটনা। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলছন নভজ্যোত সিং সিধু। কংগ্রেস দলনেত্রী সনিয়া গাঁধীর কাছে পদত্যাগ পত্র জমা দিলেন তিনি সাথে চিঠিতে লেখেন “প্রদেশ সভাপতির পদ ছাড়লেও কংগ্রেসেই আছি।
পাঞ্জাবের উন্নয়নের জন্য কোনো সমঝোতা করতে পারবো না।”
আজই পাঞ্জাবের নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন হয়েছে।আর তার কয়েকঘন্টার মধ্যেই সিধুর এই ইস্তফা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সনিয়াকে লেখা চিঠিতে সিধু বলেছেন , সমঝোতার মধ্যেই চরিত্রের অবনমনের বীজ নিহিত থাকে। পঞ্জাবের ভবিষ্যৎ ও কল্যাণ কর্মসূচি নিয়ে কোনোভাবেই আপোস করতে পারবেন না তিনি। আর সেইজন্যেই এই ইস্তফা।
অপরদিকে জল্পনা ছড়িয়েছে যে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং খুব শীঘ্রই দিল্লী যাচ্ছেন। সেখানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নড্ডার সাথে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। গত ১৮ ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ার পর এটি তাঁর দ্বিতীয় দিল্লী সফর হতে চলেছে।
অমরিন্দরের ইস্তফার পর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন চরণজিৎ সিং চান্নি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর গদিতে এই প্রথম কোনো দলিত সম্প্রদায়ের মানুষ বসেছেন। অমরিন্দরের পর পাঞ্জাব কংগ্রেসের নতুন মুখ কে হবেন তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। নভজ্যোত সিং সিধু থেকে সুনীল জাখর , অম্বিকা সোনি প্রমুখের নাম সামনে আসলেও শেষপর্যন্ত চন্ডীগড়ে কংগ্রেস বিধায়করা চরণজিৎ সিং চান্নিকেই পারিষদীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন।
চরণজিৎ সিং চান্নি চমকৌর কেন্দে্রের তিনবারের বিধায়ক। অমরিন্দরের মন্ত্রী সভার কারিগরি শিক্ষা দফতরের ভার ছিল তাঁর হাতে। একসময় পাঞ্জাবের বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন চান্নি।
উল্লেখ্য এইদিন সিধুর ইস্তফাকে ঘিরে বিস্তর জল্পনা শুরু হয়েছে। অসন্তোষের কারণেই ইস্তফা দিয়েছেন তিনি মনে করা হচ্ছে। সূত্রের খবর , রাজ্যের মন্ত্রীদের নাম চূড়ান্ত করার সময় চরণজিৎ সিং চান্নির সাথেই আলোচনা করেছিলেন রাহুল গাঁধি, সেই বৈঠকে সিধুকে ডাকা হয়নি। এছাড়া বিভিন্ন পদে যে নামগুলো চান্নি ঠিক করেছেন, তাতেও সিধুর সাথে আলোচনা করা হয়নি বলেও সূত্রের খবর।
Published on Tuesday, 28 September 2021, 7:45 pm | Last Updated on Tuesday, 28 September 2021, 7:45 pm by Bahok Desk









