বাহক নিউজ় ব্যুরো: পুজোর ঠিক আগেই করোনা পরিস্থিতি মাথায় রেখে ১১ দফা নির্দেশিকা জারি করল রাজ্য। রাজ্যে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও করোনার তৃতীয় ঢেউ থেকে সতর্কতা অবলম্বনের জন্য এই নির্দেশিকাগুলো জারি করল রাজ্য।
গতবছরের মতো এবছরেও প্রতিটি মণ্ডপে মাস্ক ব্যবহার এবং প্রতিটি মন্ডপে হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি পুজোমণ্ডপে ভলেন্টিয়ার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুজো উদ্বোধন, বিসর্জন জাঁকজমকপূর্ণ করে আয়োজন করা চলবে না। পূজামণ্ডপ থেকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় প্রতিমা দর্শনের ব্যবস্থা করতে বলেছে রাজ্য। রেজিস্টারড ক্লাবগুলি বিদ্যুৎ বিলের উপর ৫০ শতাংশ ছাড় পাবে এবং দমকল পরিষেবার দরকার হলে সেটি বিনামূল্যেই পাবে, এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে।
গতবছরের পুজোর নিয়মবিধিগুলো এবছরও থাকছে। যেরকম, ভিড় হতে পারে এরকম কোনো অনুষ্ঠান করা যাবে না। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো সম্পর্কিত অনুষ্ঠান, যেমন সিঁদুর দান, অঞ্জলির মতো অনুষ্ঠানগুলো করার ক্ষেত্রে দেখতে হবে যাতে কোনোভাবেই ভিড় না হয়। এবছরও পূজামণ্ডপে খোলা পরিবেশ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এবছরও কোনো ক্লাব পুজো কার্নিভাল করতে পারবে না।
বিচারকরা যদি কোনো ক্লাবকে পুরস্কার দেয়, তাহলে সেই পুরষ্কার বিতরণের সময় যেন বেশি ভিড় না হয়, সেদিকটাও দেখতে হবে পুজো কমিটিগুলোকে। রাত ১০ টা থেকে ভোর তিনটের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করলে ভিড় কম হবে, তাই সেরকমই নির্দেশ দিয়েছে রাজ্য। মহালয়ার আগের দিন মোট ১১ দফা নির্দেশিকা জারি করল রাজ্য।
Published on Tuesday, 5 October 2021, 10:04 pm | Last Updated on Tuesday, 5 October 2021, 10:04 pm by Bahok Desk









