বাহক নিউজ় ব্যুরো: সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের নিয়ে আসতে চলেছে একটি নতুন ওয়েব সিরিজ। সিরিজের নাম ‘স্লিপার সেল’। পরিচালনায় অংশুমান প্রত্যুষ। আগামী ২৮ শে নভেম্বর মোজোপ্লেক্স ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিং করতে শুরু করবে সিরিজটি।
শুধূ আমাদের দেশ নয় সন্ত্রাসবাদের শিকার গোটা পৃথিবী। সময়ের সঙ্গে শুরু হয়েছে এর বিরুদ্ধে লড়াই। কিন্তু তাতেও সন্ত্রাসবাদীরা হার মানেনি ।আক্রমণের নতুন নতুন পদ্ধতি বের করেছে ক্রমশ । সেই পদ্ধতিগুলির একটি ‘স্লিপার সেল’ । সিরিজের নামকরণ সেইরকমই হয়েছে।
সিরিজ সম্পর্কে পরিচালক অংশুমান বলেছেন, ” ২৮ তারিখ থেকে আমাদের সিরিজের স্ট্রিমিং শুরু। সন্ত্রাসবাদের প্রভাব আমাদের সকলের জীবনের রয়েছে। যারা এর বিরুদ্ধে লড়াই চালায় তাদের কথা আমরা কেউই জানিনা। কাজের কতখানি ঝুঁকি থাকে, কতখানি ত্যাগ জড়িয়ে থাকে সেই হিরোদের জীবনে, সেটাকেই আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে চেয়েছি। এই হিরোদের জীবনকে আমরা দেখাতে চেয়েছি এই সিরিজে।”
সিরিজে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা দাস। মুম্বাই ও দক্ষিণী ছবিতে তাকে কাজ করতে দেখা যায়। অংশুমান পরিচালিত, জিৎ অভিনীত ‘প্যান্থার’ ছবিতে কাজ করেছিলেন শ্রদ্ধা । তিনি সিরিজের মুখ্য চরিত্র। সব্যসাচী চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায় ,অনুভব মুখোপাধ্যায়, দীপাঞ্জন বসাক,বুদ্ধদেব ভট্টাচার্যের মতো অভিনেতা রয়েছেন এই সিরিজটিতে। সিনিয়রদের সাথে বহু নতুন অভিনেতাও অভিনয় করেছেন বলে জানিয়েছেন পরিচালক।
তিন মাস আগে কলকাতা এবং কলকাতার আশে পাশের অঞ্চল এ শুটিং হয়েছে স্লিপার সেলের। একটি শিপওয়ার্কস, বিশ্ববিদ্যালয় ও গল্ফগ্রীণের বেশ কিছু এলাকায় শুটিং হয়েছে। কিছুদিন আগে অংশুমানের ‘নির্ভয়া’ মুক্তি পেয়েছে। ভবিষ্যতে বেশ কিছু ছবি ও ওয়েব সিরিজের পরিকল্পনা রয়েছে পরিচালকের।