বাহক নিউজ ব্যুরো: অধীরের সাম্প্রতিক মন্তব্যের জেরে বিপাকে পড়ে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ তিনি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) তরফে অভিযোগ ওঠে যে, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) অপমান করেছেন। মূলত স্মৃতি ইরানি (Smriti Irani) দাবি করেন যে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী মাননীয়া রাষ্ট্রপতিকে ‘রাষ্ট্রপত্নি’, ‘কাঠপুতুল’ ও ‘অমঙ্গলের প্রতীক’ বলেছেন।
আরও পড়ুন: নির্বাসিত পার্থ! দল, মন্ত্রিত্ব হারিয়ে নিঃসঙ্গ সম্রাট মমতার কাছের লোক
এরপরেই স্মৃতি ইরানি, নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) প্রমুখরা কংগ্রেসের সভাপতিকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হলেন। এই ঘটনার জেরে লোকসভার (Loksabha) বাইরের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এই অবস্থায় স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) কাছে চিঠি (Letter) লিখলেন অধীর রঞ্জন চৌধুরী। যদিও, এবার তাঁর পাল্টা দাবি যে, স্মৃতি ইরানি মাননীয়া রাষ্ট্রপতির (President) অবমাননা করেছেন।
আরও পড়ুন: হাল ধরছেন যুবরাজ! ৫০১ দিন পর, আন্দোলনরতদের সঙ্গে বৈঠকে অভিষেক
লোকসভা উত্তাল হওয়ার পরে, দেশীয় রাজনীতি উথাল-পাথাল হওয়ার পরে সংসদের স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন বহরমপুরের সাংসদ (Baharampur MP) অধীর রঞ্জন চৌধুরী। তিনি চিঠিতে লেখেন, “আমিও এটাও বলতে চাই যে, যেভাবে শ্রীমতি স্মৃতি ইরানি মাননীয়া রাষ্ট্রপতির নাম নিচ্ছিলেন, সেটা মোটেই ঠিক ছিল না”। তিনি মাননীয়া রাষ্ট্রপতি বা ম্যাডাম বা শ্রীমতি জাতীয় সম্মানমূলক শব্দের ব্যবহার না করেই বারংবার ‘দ্রৌপদী মুর্মু’-এর নাম নিচ্ছিলেন। এটা মাননীয়া রাষ্ট্রপতির অপমান করার সমান”। তিনি একই এও আবেদন করেন যে, শ্রীমতী স্মৃতি ইরানির তরফে উচ্চারিত শব্দগুলো লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা হোক।