বাহক নিউজ় ব্যুরো: একের পর এক রেকর্ড জমা পড়ছে ভারতের ঝুলিতে। বার্মিংহামে দুটি সোনার পদক ছিনিয়ে নেওয়ার পরে এবার পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট (Cricket) ম্যাচে নেমে রেকর্ড (Record) গড়লেন ভারতের ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। রেকর্ড গড়ার ব্যাপারে তিনি পিছনে ফেলে দিলেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) ও বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। রান তাড়া করে ১০০০+ রান গড়ার নজির সৃষ্টি করেছেন স্মৃতি মন্ধানা।
আরও পড়ুন: মাত্র ১৯ বছর বয়সে বার্মিংহাম কমনওয়েলথে গোল্ড জিতলেন জেরেমি লালরিনুঙ্গা
বার্মিংহামে আয়োজিত হয়েছে কমনওয়েলথ গেমস ২০২২ (Birmingham 2022 Commonwealth Games)। এই খেলাতেই রবিবারে মুখোমুখি হয় ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মহিলা ক্রিকেট দল। যদিও, মন্ধানা ঝড়ের জেরে মাত্র ১১.৪ ওভারেই কাঙ্খিত লক্ষ্য পার করে ফেলে ভারত। প্রসঙ্গত, পাকিস্তান এই ম্যাচে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায়। আর এই ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান থাকে ৩২, যেটা করেন মুনিবা আলি।
আরও পড়ুন:বার্মিংহাম কমনওয়েলথে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়র জীবনকাহিনী
রবিবারে আয়োজিত হওয়া ম্যাচে মন্ধানার স্ট্রাইক রেট ছিল ১৫০। ফলত, খুব সহজেই তিনি অপরাজিত থেকে ৪২ বলে ৬৩ রান করে ফেলেন। যার ফলে ভারতের হয়ে খেলতে নেমে রান তাড়া করে ১০৫৫* রান করার রেকর্ড গড়লেন তিনি। এই দৌড়েতেই আগে এগিয়ে ছিলেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। তাঁর সর্বোচ্চ সংগৃহীত রান ছিল ৯৭৭। এই দৌড়েই যেখানে বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌরের সংগৃহীত রান ছিল ৮৩০*। শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে হওয়া ম্যাচের নিরিখেই নয়, ক্রিকেটার স্মৃতি মন্ধানার রেকর্ড গড়ার নিরিখেও এই জয় বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে।