বাহক নিউজ় ব্যুরো:টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। হকিতে ৪১ বছরের অলিম্পিক মেডেলের খরা কেটেছে। জাতীয় টিমে থাকা পঞ্জাবের খেলোয়াড়দের প্রত্যেককে ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার দিতে চলেছে পঞ্জাব সরকার।
পঞ্জাবের ক্রীড়ামন্ত্রক থেকে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়। পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধি টুইট করে জানান, ” ভারতীয় হকির এই ঐতিহাসিক দিনে পঞ্জাবের প্রত্যেক খেলোয়াড়ের জন্য ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করতে পেরে আমি উচ্ছ্বসিত। অলিম্পিক্সের যথাযোগ্য পদক জয়ের পর সেলিব্রেশনের জন্য তোমাদের ফিরে আসার অপেক্ষায় রয়েছি।” বরাবরই পঞ্জাব ভারতীয় হকির খনি। জাতীয় দলের অধিকাংশ প্লেয়ারই উঠে আসে পঞ্জাব থেকে। এবারের অলিম্পিকের হকি দলে পঞ্জাবের মোট ৮ জন খেলোয়াড় ছিলেন। ক্যাপ্টেন মনপ্রীত সহ হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, হার্দিক সিং, শামশের সিং, দিলপ্রীত সিং, গুরজন্ত সিং ও মনদীপ সিং পঞ্জাবের খেলোয়াড়। পঞ্জাব সরকারও বরাবর হকি খেলোয়াড়দের উৎসাহিত করেছে। এবারেও টোকিওতে সোনা জিতলে ভারতীয় হকি দলের পঞ্জাবের খেলোয়াড়রা পেতেন আড়াই কোটি টাকা করে পুরস্কার। সোনা আসেনি, মনপ্রীতরা ব্রোঞ্জ পদক দিয়েছেন দেশকে। চার দশকেরও বেশি সময়ের খরা কাটিয়ে ঘরে ফিরছেন মনপ্রীতরা।