বাহক নিউজ ব্যুরো: মঙ্গলবার টোকিও প্যারাঅলিম্পিকের সপ্তম দিনে ফের পদক জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের SH1 বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের সিংরাজ আধহানা। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ নম্বরে থেকে ফাইনালে উঠেছিলেন তিনি।
চলতি প্যারাগেমসে ভারতের ঝুলিতে এল মোট ৮ টি পদক। দুটো সোনা, চারটি রূপো ও দুটো ব্রোঞ্জ।
এত পদক এর আগে কোনো প্যারাঅলিম্পিকে জেতেনি ভারত। ক মাস আগে প্যারা শুটিং বিশ্বকাপে সোনা জিতেছিলেন সিংরাজ । এবারও সোনার লক্ষ্যেই এগোচ্ছিলেন , কিন্তু শেষের দিকে কয়েকটা শটের জন্য ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল তাকে। তবে পরপর এমন সাফল্যে অত্যন্ত খুশি ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।