বাহক নিউজ় ব্যুরো : লর্ডসের মাটিতে দ্বিতীয় টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। দিনের শুরুতে যখন মনে হচ্ছিল ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সেই সময় থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের শেষ ঘন্টায় রুদ্ধশ্বাস জয় ভারতের।
প্রথম দিনের শুরুতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংস ৩৬৪ রানে শেষ হয়। ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৩৯১ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। দ্বিতীয় ইনিংসে ভারত ২৯৮ রান করার পর ডিক্লেয়ার ঘোষণা করেন বিরাট কোহলি। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২৭২ রানের টার্গেট রাখে ভারত। বুমরা-সিরাজ-ইশান্তরা ১২০ রানে অলআউট করে দিল ইংল্যান্ডকে।
চতুর্থ দিনের শেষে ভারত ৬ উইকেটে ১৮১ রান তুলেছিল। ১৫৪ রানে এগিয়ে ছিল ভারত। উইকেটে ছিলেন ঋষভ পান্থ এবং ইশান্ত শর্মা। আজ দিনের শুরুতেই ২২ রানে ফিরে যান ঋষভ পান্থ ও ইশান্ত শর্মা। এই পরিস্থিতিতে যখন ইংল্যান্ড ম্যাচের দখল প্রায় নিয়ে নিয়েছে, ঠিক তখন থেকে ঘুরে দাড়ায় ভারত। লড়াই শুরু করেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামি। ৫৬ রানে অপরাজিত থাকেন সামি, ৩৪ রানে নট আউট থাকেন জসপ্রীত বুমরাহ। ভারত আট উইকেটে ২৯৮ রান তোলার পর ডিক্লেয়ার ঘোষণা করেন অধিনায়ক বিরাট। হাতে মাত্র ৬০ ওভার ছিল বিরাট কোহলীদের। ৬০ ওভারে ইংল্যান্ডের ১০টি উইকেট তুলে নেওয়ার শক্ত কাজটাই করে দেখাল সিরাজরা। মহম্মদ সিরাজ একাই চার উইকেট নিলেন। এছাড়া তিন উইকেট নেন জসপ্রীত বুমরাহ। জোড়া উইকেট নেন ইশান্ত শর্মা। এছাড়া একটি উইকেট নেন মহম্মদ সামি।
ম্যাচ জেতার পর উল্লাসে মেতে ওঠেন কোহলি এবং তার টিম। লর্ডসের মাটিতে এই জয়কে বিদেশে ভারতীয়দের অন্যতম টেস্ট ম্যাচ জয় বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
Published on Tuesday, 17 August 2021, 12:16 am | Last Updated on Monday, 23 August 2021, 9:53 pm by Bahok Desk









