ক্রিকেট ওয়ার্ল্ড-কাপের সবচেয়ে উত্তেজক আর বিতর্কিত ফাইনাল ছিল ২০১৯ সালের ক্রিকেট ওয়ার্ল্ড-কাপ ফাইনাল। ওইদিন ১০০তম ওভারে যদি অন ফিল্ড আম্পায়াররা ভুল না করতেন তাহলে ওইদিন কাপ হাতে দেখা যেত কেন উইলিয়ামসন এবং তাঁর টিমকে।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে তোলে ২৪১রান, ইংল্যান্ডও ৫০ওভারে ২৪১রান তোলায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। ১ রান কম হয়ে ১০০তম ওভারে ইংল্যান্ড হেরে যেতে পারতো, যদি আম্পায়াররা ক্রিকেট রুলস সঠিকভাবে ফলো করতেন। শেষ ওভারে ব্যাট করছিলেন ইংল্যান্ডের আদিল রশিদ ও বেন স্টোকস। মার্টিন গাপ্টিলের ছোড়া বলটি ওভার থ্রো হয়ে বাউন্ডারি পেরিয়ে যায়। যখন বলটি ছোড়া হয়েছিল তখন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান পরস্পরকে ক্রস করেনি। তার আগে মাত্র এক রান হয়েছিল। রুল নাম্বার ১৯.৮ অনুযায়ী কোনো থ্রো থেকে যদি বাই রান হয়, ওই থ্রো করার সময় দুজন ব্যাটসম্যান একে অপরকে ক্রস না করলে, ক্রশ করার আগে পর্যন্ত দৌড়ে যত রান হয়েছে তত রান বাই রানের সাথে যোগ হয়, অর্থাৎ বাই চার সহ দৌড়ে এক মোট পাঁচ রান হওয়া উচিৎ ছিল, মাঠে উপস্থিত আম্পায়াররা দিয়েছিলেন ছয় রান। ওই ম্যাচে মাঠে আম্পায়ার ছিলেন কুমার ধর্মসেনা এবং মারাইস ইরাসমাস। পরে অবশ্য কুমার ধর্মসেনা নিজেদের ভুল স্বীকার করেছিলেন।

ম্যাচের পর রুলস ১৯.৮ সমন্ধে যখন প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল বলেন, তখন বিতর্কিত বিষয়টি সবার নজরে আসে। ক্রিকেটে রুলস সত্য, তবে তারও উপরে আম্পায়ার সত্য। তাই আম্পায়ারদের একটা ভুল সিদ্ধান্তে ওয়ার্ল্ড কাপ তুলে নেয় ইংল্যান্ড।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

শুভময় মল্লিক