বাহক নিউজ় ব্যুরো: শচীন তেন্ডুলকার যখনই দেশের হয়ে ক্রিকেটের ময়দানে নেমেছেন তখনই তাঁর শিরে জ্বলজ্বল করেছে ভারতের জাতীয় পতাকা। জাতীয় পতাকার রঙ শুধু যে শিরেই বিস্তার করেছে তা নয়, কখনও দেখা গিয়েছে গ্লাভস-এ আবার কখনও ব্যাটের গ্রিপিং-এ। উল্লেখ্য, মাস্টার ব্লাস্টারের গ্লাভস-এ কখনও দেখা গেছে গেরুয়া-সাদা-সবুজ রঙ, আবার কখনও ব্যাটের গ্রিপিং থেকেছে তিন রঙে রাঙ্গায়িত। যে কোনো ম্যাচে, যে কোন দেশে, যে স্থানটা সর্বদাই অপরিবর্তিত থেকেছে, সেটা ছিল তাঁর হেলমেট। তাঁর হেলমেটে সর্বদাই দেখা গেছে জাতীয় পতাকার একটি ছোট স্টিকার। উল্লেখ্য, কখনওই তাঁর হেলমেট থেকে ওই স্টিকার বিচ্ছিন্ন হতে দেখা যায়নি।
প্রসঙ্গত, সমস্ত খেলোয়াড়ের হেলমেটেই লাগানো থাকে বিসিসিআই-এর লোগো। কিন্তু, শচীন টেন্ডুলকারের হেলমেট ছিল বাকিদের থেকে আলাদা, শুরু থেকে শেষ পর্যন্ত। তাঁর হেলমেটে উপস্থিত জাতীয় পতাকার স্টিকারটাই তাঁর হেলমেটকে সবার থেকে নজরকাড়া করতো। যদিও, যতদিন তিনি আনুষ্ঠানিকভাবে খেলেছেন, কেন তাঁর শিরস্ত্রাণে জাতীয় পতাকার স্টিকার থাকতো, তা বলেননি। কিন্তু, অবশেষে, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে সেই রহস্যেরই উন্মোচন করলেন তিনি।
৭৫তম স্বাধীনতা দিবসে রবিবারে নিজ টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন। সেই টুইটেই রহস্যের উন্মোচন করলেন তিনি। তিনি বললেন, “আমি সর্বদাই আমার শিরস্ত্রাণে জাতীয় পতাকাকে পরিধান করেছি। কারণ, ওই সেটা সর্বদাই আমাকে স্মরণ করিয়ে দিত আমার দেশের প্রতি আমার দায়বদ্ধতা”। এরপরে, ওই টুইটে তিনি সমগ্র দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান এবং ‘জয়হিন্দ’ বলার পরে নিজের টুইট সমাপ্ত করেন।
भारत हमेशा सर आँखों पर!
I have always worn the 🇮🇳 flag on my helmet with pride and it always reminded me why I stepped on the field.
Wish a very Happy 75th #IndependenceDay to all the Indians across the globe.
Jai Hind! pic.twitter.com/9XwUmau31O
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2021