পেনাল্টি মিস করার কারণে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করলেন ইংল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ফুটবলের বিশেষ ব্যক্তিবর্গের। তাই নিয়েই ইংল্যান্ডের বিভিন্ন মহলে চলছে চাপানউতোর।
ইউরো ফাইনালে ইতালি ও ইংল্যান্ডের ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র থাকায়, এক্সট্রা টাইম ও পরে পেনাল্টি শুট আউটে খেলার নিষ্পত্তি করতে হয়। আর সেই পেলান্ট শুট আউটেই ৩-২ গোলে ইংল্যান্ডকে হারিয়ে দেয় ইতালি। মিস করেন র্যাশফোর্ড, স্যাঞ্চো ও সাকা। যার পরেই ক্ষোভে ভেটে পড়েন ইংল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষত ফুটবল বিশেষজ্ঞহরা। অনেকেই তাঁদের সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইলের মাধ্যমে সমস্ত ক্ষোভ উগরে দেন।
কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের লক্ষ্য করেই এই বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন তাঁরা। এমনকি প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও সমালোচনার মুখে পড়েছেন, যাঁরা এইরকম বর্ণবৈষম্য মূলক মন্তব্য করছেন, তাঁদের সমালোচনা না করার জন্য।
ঈংল্যান্ডের কোচ এটিকে ‘ক্ষমার অযোগ্য’ বলে জানিয়েছেন, ” কিছু মন্তব্য বাইরের দেশ থেকে এসেছে, কিন্তু এটা অস্বীকার করা যায় না যে কিছু মন্তব্য আমাদের দেশের মানুষজনই করেছেন। এবং তাঁরা সুপ্রতিষ্ঠিত। আমরা সবাই একসাথে দেশের জন্য খেলি। সেখানে এরকম মন্তব্য সত্যিই হতাশাজনক।”
আপাতত এই নিয়েই ইংল্যান্ডের ফুটবল মহল সরগরম।