বাহক নিউজ় ব্যুরো : ১৯৮২ সালে পায়ের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন জঁ পিয়েরে অ্যাডামস। মাত্র কয়েকঘন্টার জন্য যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল তাতে গুরুতর ত্রুটি থাকার জন্য গত ৩৯ বছরেও ঘুম ভাঙেনি ফ্রান্সের জাতীয় দলে খেলা এই ফুটবলারের।
দীর্ঘ ৩৯ বছর কোমায় থাকার পর ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন অ্যাডামস। অত্যন্ত প্রতিভাশালী অ্যাডামসের জন্ম সেনেগালে। জাতীয় দলে খেলার পাশাপাশি দাপিয়ে খেলেছেন ক্লাব ফুটবল ও। ফরাসি ক্লাব ফুটবলে নিশ, প্যারিস সা জঁরমার হয়ে খেলতেন অ্যাডামস। নিশের হয়ে খেলেছিলেন সবচেয়ে বেশী ১২০ টি ম্যাচ। ১৯৭২-১৯৭৬ এর মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন ২২ টি ম্যাচ। নিশ জানায় প্রাক্তন জাতীয় ফুটবলারের প্রয়াণে সম্মান প্রদর্শন করবেন তাঁরা।
অ্যাডামস ১৯৮২ সালে পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তখন হাসাপাতালে কর্মীদের ধর্মঘট চলছিল। যোগ্য ও পর্যাপ্ত কর্মী না থাকা সত্ত্বেও তাঁর অস্ত্রোপচার শুরু হয়। আটজন রুগির সাথে অ্যাডামসের অ্যানাস্থেসিয়া করেন একজন মাত্র স্বাস্থ্যকর্মী এবং তাঁর পর্যবেক্ষণেও আরেকজন অনভিজ্ঞ কর্মী ছিলেন। দুজনের একাধিক ভুলের মাশুল দিতে হয় অ্যাডামস কে।
কার্ডিয়াক অ্যারেস্ট ও ব্রেন ড্যামেজের কারণে দীর্ঘ ৩৯ বছর কোমায় ছিলেন তিনি। নব্বইয়ের দশকে শাস্তি হয় ওই দুই স্বাস্থ্যকর্মীর। অস্ত্রোপচারের ১৫ মাস পর তাঁকে বাড়ি নিয়ে যান স্ত্রী বার্ণাডেট। দীর্ঘ ৩৯ বছর মিরাকলের আশায় দিন গুনছিলেন তিনি। কিন্তু সেই আশার আলোটুকুও নিভিয়ে বিদায় নিলেন জঁ পিয়েরে অ্যাডামস।