বাহক নিউজ় ব্যুরো: প্রথম ভারতীয় হিসেবে প্যারাঅলিম্পিক তীরন্দাজির সেমিফাইনালে উঠেই ইতিহাস গড়লেন হরবিন্দার সিং। ফাইনালে ওঠার প্রভূত সম্ভাবনা থাকলেও সেমিফাইনালে কেভিন ম্যাথারের কাছে পরাজিত হয়েছিলেন ভারতীয় তীরন্দাজ। তবে রুদ্ধশ্বাস ব্রোঞ্জ মেডেল ম্যাচে দক্ষিণ কোরিয়ার সু মিন কিমকে ৬-৫ ব্যবধানে হারিয়ে ভারতের প্রথম তীরন্দাজের মেডেলটি এনে দিলেন তিনি।
টোকিও প্যারা অলিম্পিকে পুরুষদের ওপেন বিভাগে রিকার্ভ তীরন্দাজিতে অংশ নিয়েছিলেন হরবিন্দার। সকালে পরপর দুটো শ্যুট অফ ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালেও নিজের আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। তাল কাটে সেমিফাইনালে গিয়ে । মার্কিন তীরন্দাজ কেভিন ম্যাথারের সাথে সমানে সমানে টক্কর দিলেও শেষরক্ষা হয়না। নির্ণায়ক সেটটি জিতে নেন ম্যাথার।
ব্রোঞ্জ মেডেল ম্যাচে সু মিন কিমের বিরুদ্ধে প্রথম সেট ২৬-২৪ ব্যবধানে জিতে নেন হরবিন্দার। দ্বিতীয় সেটে সমতা ফেরান কিম। তিনটি তীরের মধ্যে দুটিতে ১০ স্কোর করে ২৯-২৭ ব্যবধানে জিতে ২-২ করেন ম্যাচ। এভাবে রুদ্ধশ্বাস চারটি সেট পার করার পর হরবিন্দার ৫-৩ এ এগিয়ে ছিলেন। অন্তিম রাউন্ডে ২৬- ২৭ স্কোরে হেরে যান হরবিন্দার। ফলাফল দাঁড়ায় ৫-৫ এ। শ্যুট অফে কিমের ৮ স্কোরের জবাবে ১০ স্কোর করে ৬-৫ এ ব্রোঞ্জ জিতে নিলেন হরবিন্দার।