বাহক নিউজ ব‍্যুরো: এখনো অবধি প‍্যারাঅলিম্পিকে নজিরবিহীন ফলাফল করেছে ভারত। আজ সকালেই পুরুষদের এস এইচ-১ বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন সিংরাজ আধানা। এরপর‌ই ছিল বহুপ্রতিক্ষীত পুরুষদের টি-৬৩ বিভাগের হাইজাম্প। ভারতের তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করায় একাধিক পদকের আশা করেছিলেন অনেকেই।

রিও প‍্যারাঅলিম্পিকের স্বর্ণজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু, রিও’র ব্রোঞ্জজয়ী বরুণ ভাটি সহ বিশ্বের প্রাক্তন একনম্বর শরদ কুমারের ওপর ভার ছিল প্রত‍্যাশা পূরণের। বরুণ না পারলেও থাঙ্গাভেলু ও শরদ যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ জিতে নেন‌।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ফাইনালে প্রথম শুরু করেন বরুন সিং ভাটি, থাঙ্গাভেলু ও শরদ শুরু করেন ১.৭৭ মিটার থেকে। ১.৮০ মিটার পার করতে না পেরে প্রথমেই প্রতিযোগিতার থেকে বাইরে চলে যান বরুন। অন‍্যদিকে প্রথমবারের প্রয়াসেই ১.৮৩ মিটারের বাধা পেরিয়ে যান থাঙ্গাভেলু ও শরদ, যা ফাইনালের আগেই ভারতের দুটি পদক নিশ্চিত করে দেয়। তৃতীয় বারের প্রয়াসে ১.৮৬ মিটার পার করে শীর্ষস্থান দখল করেন থাঙ্গাভেলু, সেই সাথে আমেরিকার টি-৬৩ প্রতিযোগী স‍্যাম গ্র‍্যাড‌উইও ১.৮৬ মিটার পার করে দ্বিতীয় স্থান দখল করেন। শরদকে থামতে হয়েছে তৃতীয় স্থানেই। ১.৮৮ মিটার পার করতে পারেননি থাঙ্গাভেলু, শেষপর্যন্ত রূপো জিতেছেন তিনি।