বাহক নিউজ ব্যুরো: সকালে টেবিল টেনিসে ভাবিনা প্যাটেল, বিকালে হাই জাম্পে নিশাদ কুমার রূপো জিতে টোকিও প্যারাঅলিম্পিকে ভারতের অসাধারণ সূচনা করেছিলেন। এরপরই ১৯.৯১ মিটার ছুঁড়ে পুরুষদের এফ ৫২ বিভাগের ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার।
একসময়ে বি এস এফ -এর জওয়ান ছিলেন বিনোদ, কিন্তু কর্মক্ষেত্রে একটি দুর্ঘটনার জন্য প্যারালাইসড হয়ে পড়েন তিনি। এরপর রোহতাকে একটি মুদির দোকান চালাতেন বিনোদ। ২০১৬ -র রিও প্যারাঅলিম্পিকে দীপা মালিককে পদক জিততে দেখে অনুপ্রাণিত হন তিনি এবং নিজের প্রথম প্যারাঅলিম্পিকেই জিতে নিলেন পদক।
ফাইনালের প্রথম থ্রো টি ১৭.৪৬ মিটারের করেছিলেন তিনি। ১৯.১২ মিটারের চতুর্থ থ্রোয়ের পর পঞ্চম থ্রোটি করেন ১৯.৯১ মিটার, যা একটি এশিয়ান রেকর্ড ও ভারতীয় প্রতিযোগীর সেরা থ্রো।
২০.০২ মিটার ছুঁড়ে সোনা জিতেছেন পোল্যান্ডের কোসেউইকেজ, ক্রোয়েশিয়ার ভেলিমির সান্দোর ১৯.৯৮ মিটার ছুঁড়ে জিতে নেন রূপো। পরবর্তীতে ১৯.৯১ মিটার ছুঁড়ে এশিয়ান রেকর্ড করে ভারতকে তৃতীয় পদকটি এনে দেন প্রাক্তন বি এস এফ কর্মী বিনোদ কুমার।