বাহক নিউজ় ব্যুরো: টোকিও প‍্যারাঅলিম্পিকে আরো একটি পদক জিতল ভারত।  এশিয়ান রেকর্ড গড়ে রূপো পেলেন প্রবীণ কুমার। বিশ্ব চ‍্যাম্পিয়ন জনাথন ব্রুমকে কড়া টক্কর দিয়ে পুরুষদের টি-৬৪ বিভাগে পদক জিতলেন ১৮ বছর বয়সী প্রবীণ কুমার। একইসাথে ৫০ মিটার শুটিংএ আবার পদক জিতলেন অবনী লেখারা। ৩৫৩.৯ স্কোর করে ব্রোঞ্জ পেলেন ভারতের সোনার মেয়ে।

প্রবীণ কুমার প্রথম জাম্পেই পার করেন ১.৮৮ মিটার। দ্বিতীয় রাউন্ডে পার করেন ১.৯৭ মিটারের বাঁধা। ফাইনাল রাউন্ডে পার করেন ২.০৭ মিটার উচ্চতা। তবে প্র‍ত‍্যেকবার‌ই ২.১০ মিটারের উচ্চতা পার করতে পারেননি। জনাথন ব্রুম সোনা পেলেন ২.১০ মিটার উচ্চতা টপকে। তবে প্রবীণের এই পারফর্ম‍্যান্স তাঁর নিজস্ব কেরিয়ারের এখনো অবধি সেরা, তার পাশাপাশি ভেঙেছেন এশিয়ান রেকর্ড।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই নিয়ে ভারত ৯ খানা পদক জিতল এই প্যারালিম্পিক এর আথলিট ইভেন্টে। যার মধ্যে ১ টি সোনা, ৫ টি রুপো, ৩ টি ব্রোঞ্জ পদক আছে।  সব মিলিয়ে প্যারালিম্পিক ১২ টি পদক পেয়েছে ভারত। স্বভাবতই উচ্ছ্বাসে ভাসছেন ক্রীড়াপ্রেমীরা।

এদিকে অবনী লেখারা আবার পদক জিতলেন ৫০ মিটার শুটার ইভেন্টে। বারবার ধরে পেছনে পড়লেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক জিততে সক্ষম হন অবনী ।

প্রবীণের এই পদক জয়কে কুর্ণিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে জানিয়েছেন ” প্রবীণ কুমার প‍্যারাঅলিম্পিকে রূপো জেতায় গর্বিত বোধ করছি। এই পদক তাঁর একনিষ্ঠ একাগ্রতা ও কঠোর পরিশ্রমের ফল। তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর ভবিষ্যতের জন‍্য অনেক শুভকামনা র‌ইলো।”