বাহক নিউজ ব‍্যুরো: সকালেই প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতে দিনের শুরু করেছিলেন অবনী লেখারা। এরপর পরপর তিনটি পদক আসে ভারতের ঝুলিতে
দেবেন্দ্র, সুন্দর ও যোগেশের হাত ধরে।

বিকেলে পুরুষদের এফ৬৪ বিভাগের জ‍্যাভলিন থ্রোয়ে ইতিহাস তৈরী করেছেন সুমিত আন্তিল। বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তিনি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

হরিয়ানার সোনাপত থেকে উঠে আসা সুমিত প্রথম জীবনে।কুস্তিতে মনোনিবেশ করেছিলেন। একটি বাইক দুর্ঘটনা বদলে দেয় তার জীবন। এরপর পরিবার ও স্থানীয় একজনের পরামর্শে জ‌ওহরলাল নেহেরু স্টেডিয়ামে জ‍্যাভলিন কোচ নাভাল সিংহের সাথে দেখা করেন তিনি। এই সাক্ষাৎ ই তাকে আবার অনুপ্রেরণা জোগায়।

টোকিও প‍্যারাঅলিম্পিকের ফাইনালে প্রথম থ্রোটিতেই ৬৬.৯৫ মিটার পার করে দেন সুমিত। পদকের লক্ষ্যে তিনি ঠিক কতটা দৃঢ়প্রতিজ্ঞ তা বোঝা যায় পরের থ্রো তেই। দ্বিতীয় প্রয়াস ৬৮.০৮ মিটার পার করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। পঞ্চম থ্রোটিতে ৬৮.৫৫ মিটার ছুঁড়ে নিজের সদ‍্যগড়া বিশ্বরেকর্ড নিজেই ভাঙলেন ভারতীয় প্রতিযোগী সুমিত।

Published on Monday, 30 August 2021, 5:20 pm | Last Updated on Monday, 30 August 2021, 5:20 pm by Bahok Desk