মাত্তেয়ো বেরোত্তিনিকে হারিয়ে তৃতীয়বার এর মতো উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেললেন ফেডেরার, নাদালের ২০ বার গ্র্যান্ড স্লামের রেকর্ড।

ফেভারিট তিনিই  ছিলেন, আর সেটাই প্রমাণ করলেন নোভাক জকোভিচ। উইম্বলডন ফাইনালে প্রতিপক্ষ সার্বিয়ার বেরোত্তিনি কে (৬-৭), ৬-৪, ৬-৩, ৬-৩ এ হারিয়ে উইম্বলডনের রাজা হলেন জকোভিচ। যদিও বেরোত্তিনি প্রথম সেটে তাঁকে বেগ দেন, তবে পরের সেট থেকেই নিজের ভুল বুঝতে পেরে ম্যাচে ফিরে আসেন তিনি। নিজের খেলা খেলতে শুরু করলে বেরোত্তিনি একটার পর একটা ভুল করতে শুরু করেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তাঁকে স্বসময়ই বলা হয় আন্ডারডগ। আধুনিক টেনিসে সেরা খেলোয়াড়দের মধ্যে ফেডেরার, নাদালের নাম উঠে আসলেও তিনিও যে কম যান না, তা বহুবার আগেই প্রমাণ করেছেন। আজ আবার সেই জকোভিচ নিজের সেরা শক্তি অবিশ্বাস্য রিটার্ন, ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড  খেলে হারিয়ে দেন বেরোত্তিনিকে। উল্লেখ্য এই বেরোত্তিনি কলকাতায় ডেভসি কাপ খেলে গেছেন।

দেখা যাক, নতুন বছরে আর কি কি পালক নিজের নামের সাথে জুড়তে পারেন জকোভিচ।