বাহক নিউজ় ব্যুরো: আগামী ২৪-এ আগষ্ট থেকে ৫-ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘টোকিও প্যারাঅলিম্পিক ২০২০’৷ শুক্রবার, সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই অনুষ্টিত হবে ২০২০ প্যারাঅলিম্পিক।
টোকিও শহরের সমস্ত হাসপাতাল কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে কার্যত নাজেহাল। আর মাত্র এক সপ্তাহেরও কম ব্যবধানে শুরু হতে চলেছে টোকিও প্যারাঅলিম্পিক ২০২০. ‘the Asahi Newspaper’ সুত্রে খবর, শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল গুলি, এই ভয়াবহ কোভিড পরিস্থিতিতে, টোকিও প্যারাঅলিম্পিক থেকে এমার্জেন্সি কেস নিতে কার্যত অপারগ বলেই জানিয়েছেন।
” মেডিক্যাল সিচুয়েশনের দিকে তাকিয়েও আমরা কোনো সহযোগিতা করতে পারছি না, কারণ প্যারাঅলিম্পিক অনুষ্ঠিত হবে এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই”- টোকিও ২০২০’র গেমস ডেলিভারী অফিসার ‘Hidemasa Nakamura’ একটি প্রেস কনফারেন্সে একথা জানান।
কার্যকর্তারা এই ভয়াবহ পরিস্থিতিতে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। তাঁরা কঠিন হাতে সমস্ত কোভিড প্রটোকল অনুসরণ করবেন এ জানিয়েছেন। সঠিক দুরত্ব বজায় রাখা, একসাথে গ্রুপ করে বসে পানীয় বা খাবার না খাওয়া, নিয়মত কোভিড টেস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম মেনেই চলবে টোকিও ২০২০ গেম।
ইতিমধ্যেই, শুক্রবার প্রতিযোগিদের মধ্যে ১২ টি নতুন কেস শনাক্ত হয়েছে, যাঁদের মধ্যে একজন ক্রীড়াবিদ (Athlate), জানিয়েছেন টোকিও ২০২০ কতৃপক্ষ।